• সমগ্র বাংলা

চাটমোহরে জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে জমিজমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আহতরা হলেন- কুকড়াগাড়ি গ্রামের রিয়াজ উদ্দিন, ধানকুনিয়া গ্রামের রুমা খাতুন, ইদ্রিস আলী, শাহাদৎ হোসেন, সোলাইমান হোসেন, মুক্তা খাতুন, আখিরুল ইসলাম, উজ্জ্বল হোসেন, জাহিদুল ইসলাম, শিবলু হোসেন, ইতিয়ারা খাতুন, হৃদয় হোসেন, রাসেল হোসেন, সাথী খাতুন, শামসুন্নাহার, আবু হানিফ, আম্বিয়া খাতুন, হাবিবুর রহমান, হাবিল প্রামানিক, সলকী খাতুন। অন্যদের নাম পাওয়া যায়নি।

জানা গেছে, ধানকুনিয়া উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলী ও মোন্নাফ প্রামানিকের মধ্যে দীর্ঘদিন ধরে দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালীস বৈঠক হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। সোমবার বিকেলে ওই জমি নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক পাবনা জেনারলে হাসপতালে রেফার্ড করেন। 

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা প্রতিনিধিঃ পাবনার পৌর সদরের অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে ক...

image

উলিপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল খালেকের ঈদ শুভেচ্ছা ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ...

image

বগুড়া সান্তাহারে এসএমআই একাডেমীর হীরক জয়ন্তী উদযাপন

বগুড়া প্রতিনিধি: ‘গগনে উঠেছে আজি নতুন রবি। এসো বন্ধু, অনাবিল আনন্দ...

image

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এ...

image

দিনাজপুরে দুই গৃহবধুর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ এবং বীরগঞ্জে আজ বুধবার কয়েক ঘন্টার ব্...

  • company_logo