• সমগ্র বাংলা

বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধর করল বিএসএফ, আহত ৫

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী নাওডাঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকজন কৃষককে মারধর করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর-বিএসএফ বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বারোমাসিয়া নদীর তীরের ৫০০ গজ ভেতরে সীমান্তের ৯৩০ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় পাঁচজন কৃষক আহতের খবর পাওয়া গেছে।  

স্থানীয়রা জানায়, বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশীরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএসএফের মারধরের ঘটনায় ৫ বাংলাদেশি আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. শামসুল, খোকা মিয়ার পুত্র জাবেদ আলী, আবুল কাশেমের পুত্র তাজুল ইসলাম, মুকুল মিয়ার পুত্র মো. রিপন ও মো. মান্নানের পুত্র কাশেম আলী।

স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের ভিতরে আসলে আমরা বাধা দেই। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে। আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন, বিএসএফ স্থানীয়দের মারধর করলে আমরা গ্রামবাসী একজোট হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, গ্রামবাসীদেরকে বিএসএফের মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, স্থানীয়দের অভিযোগ গোড়কমন্ডল সীমান্তের কৃঞ্চনন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।

মন্তব্য (০)





image

নওগাঁয় আ”লীগ নেতাদের গ্রেফতার দাবীতে এসপির বাসভবনে কফিনসহ...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের দাবীতে এসপির বাসভব...

image

পাবনায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ...

image

রাণীনগরে বেড়েই চলেছে চুরি, জনমনে বাড়ছে উদ্বেগ

 নওগাঁ প্রতিনিধি : এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত নওগাঁর রাণীনগর উপ...

image

ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পা...

image

ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আ...

  • company_logo