
প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মালগ্রাম উত্তরপাড়া এলাকায় ড্রেন তৈরিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মো. আল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আল আমিন ডাকুরচক মধ্যপাড়ার মো. বাবলু প্রাং এর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুলু মিয়ার বাড়ির পূর্ব পাশে বাড়িতে পানি নিষ্কাশনের ড্রেন খনন করেন আল আমিন। এ সময় দুলু মিয়া আল আমিনকে নিষেধ করেন। পরে আল আমিনের হুকুমে আসামিরা দুলু মিয়াকে পানি নিষ্কাশনের ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেন। দুলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি মাথার ডান সাইডে আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরবর্তীতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব সূত্রে আরও জানা যায়, আলোচিত দুলু হত্যাকাণ্ডের পর গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকায় র্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে। এরপর মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মায়ের কথায় ডিটারজেন্ট পাউডার কিনতে মুদি দোকানী...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সি এক শিশুকে ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে এক যুবককে আটকের ঘটনায় পুলিশের...
রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধ জেরে শহিদুল ইসলাম...
মন্তব্য (০)