• অপরাধ ও দুর্নীতি

ইতালি নেওয়ার কথা বলে ফরিদপুরের দুই যুবককে হত্যা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের (২৫) সঙ্গে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি দালালচক্র। তাদের হত্যার পর পরিবারের স্বজনদের হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের ছবি পাঠিয়েছে খুনিরা।

 শুক্রবার ( ৩১  জানুয়ারি)  হৃদয়ের পিতা মিন্টু হাওলাদার ন, ‘দুমাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে। অথচ তাকে ইতালি নেওয়ার কথা বলেছিল তারা।’

হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান জানান  , ‘চার পাঁচদিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরো টাকা দাবি করছিল পাচারচক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে খুন করেছে।’ 

ওই গ্রামের নিবাসী ফয়সাল হোসেন জানান, ‘শুধু হৃদয় নয়, রাসেল নামের আরও একজনকে লিবিয়াতে হত্যা করা হয়েছে। ওই মানব পাচারচক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয়। কখনো অত্যাচার কখনো প্রাণে মেরে ফেলে ওরা।’ 

ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. মোকসেদুর রহমান জানান, ‘ভাঙ্গার দুটি ছেলেকে লিবিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ওই পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের সাথে আলোচনা করে দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (০)





image

রংপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর ব্যুরোঃ রংপুরে দশ কেজি গাঁজাসহ দুইজন মা...

image

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় দুই ইটভাটা‌কে জ‌রিমানা

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের...

image

ফরিদপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণকালে এক কর্মী আটক

ফরিদপুর  প্রতিনিধিঃ  ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের পোস্টার বিতরণক...

image

পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায়...

পাবনা প্রতিনিধিঃ পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ...

image

বগুড়ায় ফেলে যাওয়া জুতার সুত্র ধরে আন্ত:জেলা চক্রের ৭ ডাক...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড় এলাকায় গত ২৮ জা...

  • company_logo