
ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নরসিংদীতে সড়কে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ফোরকান উদ্দিন (৪৬) ও নরসিংদীর রবি মিয়া (২৬)। তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় ফোরকান ও রবি নরসিংদী পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর এলাকায় সড়কে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের থেকে অর্থ আদায় করছিলেন।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয় চালকরা জানান, নরসিংদীতে দীর্ঘদিন ধরে একটি মহল পৌরসভার টোলের নাম করে রাস্তায় যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক বলেন, চাঁদা পরিশোধ না করলে আমাদের রাস্তায় মারধর করা হয়। আমরা অসহায়ের মতো ওদের কাছে জিম্মি।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা নরসিংদীকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পদক্ষেপ নিয়েছি। এর অংশ হিসেবে আজ সড়কে চাঁদাবাজিরত ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজ চক্র যতো প্রভাবশালীই হোক, জেলাবাসীর স্বার্থ নিশ্চিত করতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
নিউজ ডেস্কঃ নিজেদের ভাসমান, অসহায় ও গরিব হিসাবে পরিচয় দ...
নিউজ ডেস্কঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও রুস্তমপুর হাট-বাজা...
আবু ইউসুফ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচ...
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ফেয়ার প্রাই...
নিউজ ডেস্ক : সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও তার পরিবারের নামে থ...
মন্তব্য (০)