• বিশেষ প্রতিবেদন

ফুটবল টুর্ণামেন্টের মাঠে হেলিকপ্টারে আসলেন খেলোয়াড়রা, উৎসুক জনতার ভিড়!

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “খেলাধুলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ২০০৬সালে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। ফাইনাল খেলায় কালীগ্রাম কস্বা পাড়া সূর্যতরুণ ক্লাব দলের খেলোয়াদের হেলিকপ্টার করে মাঠে আনার ব্যতিক্রমী আয়োজন দেখতে দুপুর থেকেই মাঠের চারপাশে হাজার হাজার মানুষ ভীড় করে।

শনিবার বিকেলে উপজেলার গুয়াতা স্কুল মাঠে গুয়াতা জি.এ.কে.বি ক্রিড়া সংঘের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দের পৃষ্ঠপোষকতায় এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। গত ১৭ নভেম্বর “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং যুব সমাজকে বেশি বেশি খেলার প্রতি আগ্রহী করতেই মূলত এই টুর্ণামেন্টের আয়োজন করা।

টুর্ণামেন্টে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় কালীগ্রাম কস্বা পাড়া সূর্যতরুণ ক্লাবের দলের খেলোয়ারদের আত্মঘাতি ২-০ গোলে কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দল চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় কয়া ও বাড়িয়াপাড়া মিলন সমিতি দলের খেলোয়ার মানিক জোয়ারদার ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে.এম.খায়রুল বাশার। পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শ্রী রনজিৎ কুমার সরকারের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রানাসআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এছাহক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর গুয়াতা স্কুল মাঠে প্রিয় ফুটবল খেলা দেখতে বিভিন্ন জেলার হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা খেলা উপভোগ করেন। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠার অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

৬ দিনেও সন্ধান মেলেনি গাজীপুর সাফারি পার্ক থেকে পালিয়ে যা...

গাজীপুর প্রতিনিধিঃ ইটের তৈরি ভাঙা দেয়াল টপকে পালিয়ে গেছে গাজীপুর সাফারি পার্ক...

image

শীতে ঢাকা উলিপুর, বিপাকে নিম্ন আয়ের মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে মাঘ ম...

image

১ মাস থেকে চলছে না চিলমারী-রৌমারী রুটে ফেরি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তঞ্চলের উন্নয়ন ও মানুষের সুবিধার পাশাপাশি ব্যবসা...

image

লোহার টুকরোয় চলে প্রাণের স্পন্দন

পাবনা প্রতিনিধিঃ মাঝারী আকৃতির একটা চুম্বকের সাথে রশি বাঁধা। চুম্বকটি পথে ফেলে রশির অপর প্রান্...

image

সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে দেশীয় সংস্কৃতির উজ্জ্বীবন ও প্রসারে ব...

  • company_logo