• বিশেষ প্রতিবেদন

দোহার-নবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ মিষ্টি ঘ্রাণ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার ও নবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ মিষ্টি ঘ্রাণে ভরে উঠেছে প্রকৃতি। আম গাছের সোনালী রঙের মুকুলে প্রকৃতি যেন নিজের খেয়ালে সাজিয়ে রেখেছে। মুকুল গুলো দেখতে যেমন ভালো লাগছে তেমনি মৌ মৌ গন্ধে ভরে উঠেছে এলাকা গুলো।

বাগানে মৌমাছির দল গুনগুন শব্দ করে আমের মুকুল থেকে মধু সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখা গেছে দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাসা বাড়ীতে রোপন করা আম গাছগুলোতে দেখা যাচ্ছে এ সোনালী মুকুল। সরেজমিনে শনিবার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, দোহার ও নবাবগঞ্জের প্রতিটি বাড়িতে অন্যান্য গাছের সাথে বিচ্ছিন্ন ভাবে রোপন করা আম গাছ রয়েছে বেশ।

অন্যান্য বছরের তুলনায় এ বছর অধিক পরিমানে মুকুল দেখা দিয়েছে। যার ফলে গত কয়েক বছরের তুলনায় এ বছর অধিক ফলন হবে। যা নিজেদের চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করে অধিক মুনাফা পাওয়া যাবে বলে সকলেই ধারণা করছেন। নবাবগঞ্জ উপজেলার কাঠালীঘাটা এলাকার আব্দুল খালেক জানান, আমাদের অন্যান্য গাছের সাথে প্রায় ৩০টির মতো আম গাছ রয়েছে। এ বছর আমের মুকুল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে। অধিক পরিমানে ঝড়-বৃষ্টি না হলে এবার অনেক আম হবে বলে আশা করছি।

দোহারের রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া এলাকার আব্দুল হালিম শিকদার বলেন, বাড়ির আম গাছগুলোতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। চারিদিকে ছড়াচ্ছে মুকুলের সুবাসিত মৌমৌ গন্ধ। প্রতি বছরই গাছগুলোতে আম ধরছে। তবে এ বছর মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে। আশা করছি ভালো ফলন হবে।

দোহার উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দোহারের বিভিন্ন এলাকায় বিভিন্ন আমের জাতের গাছ রয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় জাতের আমসহ আম্রপালি, বারি-৪, বারি-৮, বারি-১১ জাত। দোহার উপজেলা কৃষি কর্মকর্তা আকতার ফারুক ফোয়াদ জানায়, অন্যান্য বছরের তুলনায় এ বছর অধিক পরিমাণে গাছে গাছে আমের মুকুল দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস থেকে আমচাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকুলে থাকলে এই বছর আমের ভালো ফলন পাওয়া যাবে।

মন্তব্য (০)





image

২৩ বছরেও কাজে আসেনি চাটমোহরের নিমাইচড়ার সেতুটি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে করতোয়া ...

image

সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় ১০ একর জমির ধান নষ্ট, কৃষক চরম ক্...

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে কৃষি ...

image

বিরামপুরে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুম...

image

বাঁধের ভেতর বাঁধ নিমার্ণে অস্তিত্ব সংকটে সোনাভরি নদী, বিপ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে সোনাভরি নদীতে বাঁধ নির্মাণের অ...

image

সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৩০টি স্কুলে...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্ম...

  • company_logo