
ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে গমের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং ব্লাস্ট রোগ দেখা না দেয়ায় এবার ভালো লাভের আশা করছেন চাষীরা। আর গম চাষে কৃষকদের সব ধরণের সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ।
বস্তীর্ণ ক্ষেতজুড়ে সোনালী গমের এমন দৃশ্য এখন চোখে পড়বে ঠাকুরগাঁও পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায়। এসব গম কয়েক দিনের মধ্যে কেটে ঘরে তুলবে চাষীরা। রোগবালাই না থাকায় এবার গমের ফলনও হয়েছে ভালো। চলতি মৌসুমে জেলার প্রায় সব ইউনিয়নেই গম চাষ হয়েছে।
বর্তমানে প্রতিমন গম এক হাজার’ টাকা থেকে ১১শ’ টাকা দরে বিক্রি হবে। এক বিঘা জমিতে গমচাষে খরচ হয় আড়াই হাজার টাকা, আর সেখান থেকে পাওয়া যায় প্রায় ৮ হাজার টাকা। আর কৃষি বিভাগ থেকে গম চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সর্বচ্চ সহযোগিতা করেছে বলে জানান ঠাকুরগাঁও কৃষি বিভাগ অধিদ্প্তর তর্থ মতে এ বছর কেবল সব উপজেলায় ২১ হাজার ৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির খাজনা (কর) আদায়ে হালখা...
নওগাঁ প্রতিনিধি: পহেলা বৈশাখ মানেই বাঙ্গালীর প্রাণের উৎসব। বৈশাখ বলতে আমরা গ্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর শহরের অদূরের গ্রামে বোঁথড়। এ গ্রামে প্...
নওগাঁ প্রতিনিধি: আসছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ মানেই বিভিন্ন...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির এক...
মন্তব্য (০)