
ছবিঃ সিএনআই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক মোতাহার হোসেনের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা ব্যতিক্রমী আন্দোলন করেছে। আজ বুধবার সকালে তারা চন্দ্রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভিক্ষুক মিছিল বের করে এবং প্রতিবাদ সভার আয়োজন করে।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক মোতাহার হোসেন দীর্ঘদিন ধরে অসদাচরণ ও অনিয়মের সঙ্গে জড়িত। তার অপসারণের দাবিতে পূর্বেও একাধিকবার আন্দোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এবার তারা ব্যতিক্রমী পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষাঙ্গন হোক দুর্নীতি ও অনিয়ম মুক্ত। অনৈতিক কাজে জড়িত কোনো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে থাকতে পারেন না। প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
আন্দোলনের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়, তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহম্মদ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নওগাঁ প্রতিনিধিঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পাম্পের পাশেই গড়ে উঠেছে অবৈধ ...
দিনাজপুর প্রতিনিধি: দেশীয় যন্ত্রাংশে সচল হয়ে আবারো বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরগুলোতে নিত্যপণ্য ও কৃ...
পাবনা প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহৎ বড়াল নদ যেন চাটমোহর পৌরসভার ডাম্পিং স্টেশন...
মন্তব্য (০)