• রাজনীতি

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না: ধর্ম বিষয়ক উপদেষ্টা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার পূর্ব চান্দরা মাদ্রাসার সংলগ্ন খেলার মাঠে এই বিশাল ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মাহফিলটি আয়োজন করা হয় ইসলামিক শিক্ষার প্রসার, সমাজের নৈতিক উন্নতি, এবং আলোকিত ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রচারের উদ্দেশ্যে। সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমাদ।  

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন। তিনি বলেন, “সমাজে সৎ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সচেতনতার প্রয়োজন। ভালো মানুষদের সংসদে পাঠাতে হবে, যারা সমাজের কল্যাণে কাজ করবেন। চোর, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের কোনোভাবেই নেতৃত্বের জায়গায় স্থান দেওয়া উচিত নয়। দেশের উন্নতি নিশ্চিত করতে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব অপরিহার্য।”  

তিনি আরও বলেন, “ইসলাম শান্তি ও ন্যায়বিচারের ধর্ম। সবার উচিত নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”  

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মজিবুর রহমান, এবং সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। তাদের উপস্থিতি ও বক্তব্যে মাহফিলটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।  

  মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম তাফসীরুল কুরআনের মনোমুগ্ধকর বয়ান উপস্থাপন করেন। বয়ানগুলোতে কুরআনের বিভিন্ন শিক্ষার আলোচনার পাশাপাশি মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।  

এই মাহফিলটি মধ্যরাত পর্যন্ত চলে এবং আশপাশের এলাকাগুলো থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেন।  

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ধর্মীয় মাহফিল ভবিষ্যতেও আয়োজন করা হবে, যা সমাজে শান্তি ও নৈতিকতার বার্তা পৌঁছে দেবে।  

 

মন্তব্য (০)





image

মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ...

image

তারেক রহমান কবে দেশে ফিরছেন, অপেক্ষায় দলের নেতা-কর্মীরা

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জ...

image

ঈশ্বরগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা আটক

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও...

image

লালমনিরহাটে গভীর রাতে শীতার্তদের মাঝে বিএনপি নেতা

লালমনিরহাট প্রতিনিধি: প্রচন্ড শীত আর কনকনে ঠান্ডায় কাঁপছে লালমনিরহাটের শীতার...

image

শেখ হাসিনা সরকারের সময় বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছেঃ...

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ...

  • company_logo