ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার সম্পর্কগুলো থেকে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাই এবার বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে শেয়ার করে নিলেন। অভিনেতা আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেক বছর। সম্প্রতি সাবেক প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী।
বিয়ের করে সংসার, সেখান থেকে বিচ্ছেদ। আবার প্রেম, সেই প্রেমসম্পর্ক বিচ্ছেদ। বর্তমানে এখন তিনি সিঙ্গেল আছেন। তাহলে কি দাঁড়াল। তার এ সংসার-প্রেসম্পর্কগুলো বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া এবং বিয়ে করার আগে ঠিক কী কী বিষয় মাথায় রাখা উচিত, তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
মালাইকা বিশ্বাস করেন যে, স্বামী-স্ত্রীর আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। তিনি জোর দিয়েছিলেন যে, নারীদের জন্য এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের পরও তাদের নিজের পরিচয় ধরে রাখতে হবে।
কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে, মালাইকা বিয়ের নিয়ে তার যে মতামত তা শেয়ার করে নিয়েছেন। দম্পতিদের নিজেদের স্বাধীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচয়টা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি ও আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে।
মালাইকা আরও বলেন, দম্পতি হিসাবে একসঙ্গে কাজ করার সময় নিজের পরিচয় হারানো উচিত নয়। যদিও আপনি আপনার সঙ্গীর পদবি গ্রহণ করেন, তবু নিজের ব্যক্তিগত একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
তবে মালাইকার প্রেমজীবন ঘিরে চর্চার শেষ নেই। তা আরবাজ খানের সঙ্গে তার বিয়ে হোক বা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক। মালাইকা ও অর্জুন ২০১৬ সালের দিকে ডেটিং শুরু করেছিলেন। বয়সের পার্থক্য থাকার সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল বেশ মাখো মাখো। তাদের হুটিকে দর্শকরা পছন্দও করতেন যথেষ্ট। তবে চলতি বছরের শুরুতে অর্জুন তাদের বিচ্ছেদের খবর দিয়েছিলেন। তা দেখে ভক্তরাও যথেষ্ট হতাশ হয়ে পড়েছিলেন।
উল্লেখ্য, অভিনেত্রী বর্তমানে তার ছেলে আরহান খানের সঙ্গে তাদের নতুন ব্যবসায়িক উদ্যোগের দিকে মনোনিবেশ করেছেন। তাদের রেস্তোরাঁ, স্কারলেট হাউস চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে হয়েছে। ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা শেয়ার করেছেন যে, তিনি ও আরহান দুজনেই খাবার খেতে এবং ছবি দেখতে খুব পছন্দ করেন। একসঙ্গে বিশ্বভ্রমণ ও রেসিপি সংগ্রহ করার পর, তারা এ রেস্তোরাঁ খুলেছেন। ২৫০০ বর্গফুট জুড়ে তাদের এ রেস্তোরাঁ।
বিনোদন ডেস্কঃ তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, ...
বিনোদন ডেস্কঃ বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় ...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্...
বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা ...
বিনোদন ডেস্কঃ অনেক সময় দেখা যায়, চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স বেশি...
মন্তব্য (০)