• বিনোদন

সুখবর দিলেন তানিন সুবহা 

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা তানিন সুবহা। সম্প্রতি তিনি একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী। ২০২২-২৩ অর্থ বছরের সাধারণ শাখায় সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এতে তানিনের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। নতুন বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

তানিন সুবহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই সাহিত্যনির্ভর গল্পে কাজ করার জন্য বেশ উদগ্রীব ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে। প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না। আশা করছি, দর্শকরা অনেক দিন পর দারুণ কিছু উপহার পাবেন।’

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার নাটকেও অভিনয় করেন তানিন সুবহা। তার অভিনীত চলতি ধারাবাহিক ‘মহানায়ক’ ও ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। এছাড়া কয়েকটি একক নাটক ও টিভিসি প্রচারের অপেক্ষায়। আরও প্রচারের অপেক্ষায় আছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।

মন্তব্য (০)





  • company_logo