ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নদীপথে ভারতে পাচারের সময় ৩ হাজার ৩শ ৬০ লিটার (১৭ ব্যারেল) ডিজেল ও একটি নৌকাসহ ২জনকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদ বেষ্টিত পোড়ারচর এলাকায়।
বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার সময় তাদেরকে আটক করেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জ পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এ প্রেক্ষিতে ওই ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার নম্বর-১০৪১ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকাযোগে কৌশলে অবস্থান গ্রহণ করেন। বিজিবি টহলদল বর্ণিত স্থান দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ২ জন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে তাদেরকে থামানোর সংকেত দেন। বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল নৌকাসহ তাদেরকে আটক করেন। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ৩ হাজার ৩শ ৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও নৌকার আনুমানিক মূল্য ১০ লাখ ১২ হাজার ৮শ ৮০টাকা। আটককৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের শমসের আলীর ছেলে মনির হোসেন (৩২) ও কচাকাটা থানার কামারচর এলাকার আলমাস আলীর ছেলে রুবেল হোসেন (২৬)। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় সময়ে এ ধরনের তেল চোরাকারবারীদের বিরুদ্ধে সীমান্তে বিজিবি’র অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বা...
কিশোরগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়[তলী এলাকা থেকে পুলিশ উদ্ধার...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কার...
পঞ্চগড় প্রতিনিধি: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করায় হৃদয় মিয়া...
মন্তব্য (০)