ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে দিনব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুবদের মধ্যে সচেতনতা ও ঐক্য তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায়িত করার লক্ষ্যে এমন আয়োজন করে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অধিকার এখানে এখনই প্রকল্প নওগাঁর ইয়ুথ সদস্যরা।
অনুষ্ঠানে জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে খেলাধুলা, রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন অধিকার এখানে, এখনই প্রকল্প নওগাঁর জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমি। অনুষ্ঠানে ইয়ুথ সদস্য তাহমিনা রেজা মৌসুমী ও ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সোহান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী। অনুষ্ঠানে যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অধিকার এখানে এখনই প্রকল্প রংপুরের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সুত্রধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক জাবেদ ইকবাল, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) সাকিব বিন জামান প্রত্যয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিৎ মজুমদার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্ত...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল ...
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে শীতার্ত অসহায়-সুবিধা বঞ্...
চট্টগ্রাম প্রতিনিধি : দেশের স্বার্থে মানবাধিকার রক্ষায় সকলকে সোচ্ছার হতে...
পাবনা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে প...
মন্তব্য (০)