ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বসাধারণের বই পাঠের সুবিধার্থে ৩টি বুক কেসের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বুক কেসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
তিনি বলেন, উপজেলা পরিষদে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় তারা বই পড়ে সময়টুকু কাটাতে পারবে। বিশেষ করে উপজেলা চত্বরে শহীদ মিনার সিঁড়িতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বসে মোবাইল চালায়। সামনে যদি বই থাকে তবে তারা মোবাইলের পরিবর্তে বই পড়তে আগ্রহী হবে। নৈতিক চরিত্র গঠন ও জ্ঞান আহরণের ক্ষেত্রে বইয়ের কোন বিকল্প নেই। আপাদত ৩টি বুক কেস স্থাপন করা হয়েছে। পরবর্তিতে প্রয়োজন অনুসারে আরো বাড়ানোর হবে।
সেবা নিতে আসা উপজেলার বড়হিত ইউনিয়নের বাসিন্দা রিজভী হাসান বলেন, উপজেলায় এই প্রথম এমন বুক কেস তৈরি করা হয়েছে। এখন থেকে উপজেলায় কোন কাজে আসলে বই পড়ে সময় পার করতে পারবো। ইউএনওর এমন ব্যতিক্রমী এ উদ্যোগে সেবা নিতে আসা অনেক সেবাগ্রহীতারাই অভিনন্দন জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সদস্য সচিব আতাউর রহমান, উচাখিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্ত...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল ...
মন্তব্য (০)