
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্তৃক পরিচালিত অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে দুইদিন ব্যাপী বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা সেশন বাস্তবায়নে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের দক্ষতা উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্প আয়োজিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে, সাংবাদিক ও প্রকল্প সংশ্লিষ্ট ইয়ুথগণ অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নওগাঁর সহকারী পরিচালক মোছা: শামিমা আক্তার ও মা ও শিশু কল্যান কেন্দ্র নওগাঁর মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ মৌসুমী প্রামানিক। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ফারজানা রেজা রুমি, জেলা যুব সংগঠক এবং প্রকল্পের ইয়ুথ সদস্যগণ।
কর্মশালায় বয়ঃসন্ধিকাল কী? বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের কী কী শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়,,কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, কৈশোরকালীন পরিচ্ছন্নতা, শারীরিক পরিবর্তনের ব্যাবস্থাপনা এবং স্বাস্থ্য সুরক্ষা বাল্যবিয়ের কুফল ও করণীয়, মেয়েদের উত্যক্ত করা এবং যৌন নিপীড়ন ও নির্যাতন, জেন্ডার বৈষম্য ও সচেতনতা, প্রজননতন্ত্রের সংক্রমন, যৌনবাহিত রোগ এবং করনীয় ইত্যাদি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বড়দলে আলোচনা ও গ্রুপ ওয়ার্কের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট প্রতিনিধি: “সচেতন অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ও সংগঠিত জন...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর ম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পা...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিজ শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে পরি...
মন্তব্য (০)