
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে পরিবারে সচ্ছলতা আনার লক্ষ্যে বগুড়ায় ১৩ জন কর্মক্ষম নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে
ফুলদিঘী যুব সেবা সংঘের উদ্যোগে নারীদের হাতে এই সেলাই মেশিন তুলে দেয়া হয়।
ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়ে মাহে রমজানে নারীদের মাঝে উপহারস্বরূপ এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলদিঘী যুব সেবা সংঘের সভাপতি মোঃ শরীফ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রহিম, নির্বাহী সদস্য মোঃ রবিউল ইসলাম ইমন, সংগঠনের উপদেষ্টা মতিনুর রহমান মতিন, সাবেক কাউন্সিলর তুহিন মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজন প্রসঙ্গে সংগঠনের সভাপতি মোঃ শরীফ বলেন, জন্মলগ্ন থেকেই ফুলদিঘী যুব সেবা সংঘ আর্ত মানবতার সেবার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তারা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা হস্তশিল্পের নানা কাজের মাধ্যমে নারীরা তাদের পরিবারে স্বচ্ছলতা আনতে ভূমিকা রাখতে পারবে। তাদের সংঘের এই ইতিবাচক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি সকলকে মানবতার সেবায় কাজ করার উদ্বার্ত আহ্বান জানান।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৫ হাজার মাদ্রাসা শিক্ষার্থীর ম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পা...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিজ শহর পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতি...
বগুড়া প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধের আ...
লালমনিরহাট প্রতিনিধি:"পাটের ব্যাগে বাজার করি, দূষণমুক্ত পরিবেশ গড়ি"...
মন্তব্য (০)