
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) নানা আয়োজনের মধ্য দিয়ে ‘গণতন্ত্র উৎসব-২০২৫’ পালন করা হবে। জেলা নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুুরে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় ডেমোক্রেসি ওয়াচ কার্যালয়ে জেলা নাগরিক প্লাটফর্মের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এবং রূপান্তরের কারিগরি সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ফজলুল হক খান, সদস্য কায়েস উদ্দিন, মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, আস্থা প্রকল্পের অধীনে রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র উৎসব-২০২৫’ পালন করতে যাচ্ছে। এই উৎসবের উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা কার্যক্রম। এর মাধ্যমে যুব-তরুণ, আদিবাসী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সংবেদনশীল করা এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা।
সারাদিন ব্যাপী উৎসবে থাকছে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আস্থা-নাগরিক ও যুব ফোরামের স্টল, যুবদের উদ্যোগে পরিবেশিত হবে নাটক “দিন বদলের কিচ্ছা” যুবদের গান, কুইজ এবং ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং সেশন এবং সর্বশেষ ঢাকার ব্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উৎসবের প্রতিটি স্টল সাজানো হয়েছে প্লাস্টিক জাতীয় উপকরণ ছাড়া।
উৎসবের কোথাও কোন প্লাস্টিকের ব্যবহার করা হয়নি এবং প্লাস্টিকে কোন কিছু পরিবেশনও করা হবে না। পরিবেশকে দূষনের হাত থেকে রক্ষা করতে উৎসবে আসা দর্শনার্থীদের প্লাস্টিক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহী করতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। দিনব্যাপী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনার...
রংপুর ব্যুরোঃ সুবিধাবঞ্চিত এতিম শিশু ও মাদ্রা...
গাজীপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর দেশে এসে নিজ হাতে স্থা...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে বিন...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের...
মন্তব্য (০)