• উদ্যোক্তা খবর

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোগ প্রতিরোধী ধানবীজ বিতরণ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহায়তায় কৃষি কর্মসূচির আওতায় বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে রোগ প্রতিরোধী উচ্চ জিংকসমৃদ্ধ ধানবীজ বিতরণ করা হয়েছে।  শনিবার দুপুরে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আপন সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে শাজাহানপুর উপজেলার মাদলা মালিপাড়া গ্রামে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অর্ধশত সাধারন কৃষকের মাঝে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী ব্রি ধান ১০১ জাত এবং উচ্চ জিংক সমৃদ্ধ ব্রি ধান ১০২ জাতের বীজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও কৃষকের মাঝে এই ধানবীজ বিতরণ করা হবে আর এই উদ্যোগে ধানবীজ সরবরাহে সহায়তা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

আপন সোশ্যাল ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক আসলাম হোসাইন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, "বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান ১০১ জাতটি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী। ব্রি ধান ১০২ জাতটি  উচ্চ ফলনশীল ও উচ্চ জিংক সমৃদ্ধ। এই জাতের ধানে প্রচলিত জাতের মতো রোগ-বালাই নেই। লম্বা ও চিকন এই ধানের ভাত ঝরঝরে এবং সুস্বাদু। স্বল্প খরচে বেশি ফলন পাওয়ায় কৃষকেরা লাভবান হবেন।"তিনি আরও বলেন, এ ধানবীজ বিতরণ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এই উদ্যোগ কৃষি খাতে টেকসই উন্নয়ন এবং কৃষকের আর্থিক সচ্ছলতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতরণকালে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম এবং মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সচিব, সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য নাহিদ হাসান, হাসানুল হক নাদিম ও আসিফ আহমেদ।

উল্লেখ্য, আপন সোশ্যাল ফাউন্ডেশন মানবিক, সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সংগঠনটির সংশ্লিষ্টরা ভবিষ্যতেও কৃষি ও সমাজ উন্নয়নে আরও নানামুখী কর্মসূচি গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। 

মন্তব্য (০)





image

চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্...

image

সোনারগাঁ নাগরিক সমাজের উদ্যোগে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ের স্বেচ্ছাসেবী সংগঠন সোনারগাঁ নাগরিক সমাজের উ...

image

কুড়িগ্রামে মধ্যরাতে শীতার্ত মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মধ্যরাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে...

image

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কর্ত...

image

গোপালপুরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

গোপালপুর  প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং সাউদার্ন এ্যাপারেল ...

  • company_logo