ফাইল ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ সম্প্রতি দুইটি ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং প্রধান আসামিদের গ্রেফতার করেছে। এই সফল অভিযানের নেতৃত্ব দেন এসআই জাহাঙ্গীর আলম।
গত ২৬ নভেম্বর ভোরে একটি ডাকাত দল চট্টগ্রাম থেকে বগুড়ার উদ্দেশে রওনা দেওয়া একটি ট্রাক সফিপুর ওভার ব্রিজ এলাকায় থামায়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা ট্রাকটি আটকে ট্রাকচালক ও সহকারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের মানিকগঞ্জে ফেলে দিয়ে, ডাকাতরা ট্রাকে থাকা ১৪ টন রড কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আনলোড করে বিক্রি করে দেয়।
ঘটনার পর, ১ ডিসেম্বর কালিয়াকৈর থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ০১/২৪; ধারা: ৩৪১/১৭০/৩৯৫/৩৯৭)। পুলিশ সাত দিনের মধ্যেই মামলার অগ্রগতি নিশ্চিত করে।পর্যায়ক্রমে অভিযান চালিয়ে পুলিশ চারজন আসামিকে গ্রেফতার করে:মোঃ ওবায়দুল ইসলাম ওরফে রবি (৩৪) – ধরা হয় ৫ ডিসেম্বর সন্ধ্যায়। মোঃ মিজানুর রহমান (৪০) – গ্রেফতার ৫ ডিসেম্বর রাতে। মোঃ হাসান আহম্মেদ ওরফে সেকু (৩৯) – ধরা হয় ৭ ডিসেম্বর রাতে। ৯ ডিসেম্বর ঢাকা থেকে মিজান নামের আরেক ডাকাতকে এসআই জাহাঙ্গীর আলম ছদ্মবেশে গ্রেফতার করেন। মোঃ লিয়াকত আলী হাওলাদার (৫২) – ৮ ডিসেম্বর রাতে গ্রেফতার হন। লিয়াকত আলী একজন ভাঙ্গারি ব্যবসায়ী, তার ভাঙ্গারির দোকান থেকে সাত টন রড উদ্ধার করা হয়।
গত নভেম্বর মাসে কালিয়াকৈর এলাকায় আরেকটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে, যেখানে কম্বল ভর্তি ট্রাক লুট করা হয়। পুলিশ সফলভাবে সেই কম্বল উদ্ধার করে এবং ছয়জন আসামিকে গ্রেফতার করে।এসআই জাহাঙ্গীর আলম বলেন, “পহেলা ডিসেম্বর মামলা হওয়ার পর সাত দিনের মধ্যে অর্ধেক রড উদ্ধার এবং প্রধান আসামিদের গ্রেফতার করতে পেরেছি। এটি থানার পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য।”
এই দুটি ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় কালিয়াকৈর থানা পুলিশের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বা...
কিশোরগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়[তলী এলাকা থেকে পুলিশ উদ্ধার...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কার...
পঞ্চগড় প্রতিনিধি: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করায় হৃদয় মিয়া...
মন্তব্য (০)