ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ অবৈধ অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য ও ডজনখানি মামলার আসামি অস্ত্র ব্যবসায়ী খালেক ও তার দুই সহযোগীকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র্যাব-১৫। গতকাল মধ্যরাতে কক্সবাজারের সদর থানাধীন দক্ষিণ ডিকপাড়া এলাকা হতে গ্রেফতার করে।
র্যাব জানায়,, "র্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৮ ডিসেম্বর মধ্যরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেক নামে এক অস্ত্র ব্যবসায়ীসহ তার দুই সহযোগীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে ০৬টি দেশীয় তৈরী এলজি পিস্তল এবং ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, আব্দুল খালেক (২৯), পিতা-মৃত লোকমান হাকিম, সাং-এসএম পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সাবাজার। মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫), পিতা-রশিদ মিয়া, সাং-বড় মহেশখালী (দেবাঙ্গাপাড়া), থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার। ছুরুত আলম (৫৭), পিতা-মৃত অছিউর রহমান, সাং-দক্ষিণ ডিকপাড়া, পিএমখালী ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
র্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা অস্ত্র কারবারী চক্রের সদস্য। এছাড়া আরো জানায় যে, তারা অস্ত্রগুলো মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করতো এবং পরবর্তীতে এ অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য। গ্রেফতারকৃত খালেকের নামে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত নোমানের নামে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ০৭টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত ছুরুত আলমের নামে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ০১টি মামলা রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বা...
কিশোরগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পাহাড়[তলী এলাকা থেকে পুলিশ উদ্ধার...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কার...
পঞ্চগড় প্রতিনিধি: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের পঞ্চগড়ে প্রবেশ করায় হৃদয় মিয়া...
মন্তব্য (০)