ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি বাজারে উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসাদুল ইসলাম হীরা।
চাটমোহর উপজেলার যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাস এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ আব্দুল মজিদ, ডাঃ আতিকুর রহমান আতিক, ডাঃ মোঃ আলমগীর হোসেন ও ডাঃ সুমাইয়া আক্তার সিনথী রোগীদের মেডিসিন, গাইনি, যৌন, মানসিক, অর্থপেটিক ও ব্লাড গ্রুপিং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
উপজেলার সাবেক চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন, বিগত সরকারের আমলে জনগন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।
অপরদিকে, সেবা গ্রহীতারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুবই খুশি। এসময় এলাকার ৪ শতাধিক অসহায় নারী পুরুষ সেবা গ্রহন করেন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মজনু সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায় হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, চাটমোহর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসলাম, চাটমোহর সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক মাছুম আকাশ, ইমরান ও রুহুল প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম তাজুইল।
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলা প্রত্যন্ত অঞ্চলের প্রায় ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্...
স্বাস্থ্য ডেস্কঃ সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা এয়ার কোয়াল...
নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দি...
মন্তব্য (০)