• স্বাস্থ্য

বরুড়ায় বিনা খরচে চিকিৎসা ও ঔষধ পেয়ে ৪ হাজার মানুষের মুখে হাসি

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলা প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৪হাজার নারী-পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বুধবার  (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের হরিশপুর কামাল হোসেন কলেজ মাঠে  দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে বরুড়া জনকল্যাণ সমিতি।  

দেশ বরেণ্য শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রুহুল আমিনের তত্ত্বাবধানে  নোয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ও বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. আবদুল হান্নানের নেতৃত্বে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হরিশপুরা গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামাল হোসেন পাটোয়ারীর পৃষ্ঠপোষকতায় অর্ধ শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারগন এ চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, রাহিমা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারে না। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন তাদের জন্য বড় উপকার হয়েছে। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। ২/১ মাস পরপর যদি এমন আয়োজন থাকে, তাহলে গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে।

বরুড়া জনকল্যাণ  সমিতির সভাপতি মনিন্দ্র কিশোর মজুমদার বলেন, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যাদের চিকিৎসা নেওয়া ও ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়াও সব সময় আমরা মানুষের জন্য কাজ করে আসছি। 

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী, হরিশপুরা কামাল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল হোসেন পাটোয়ারী  বলেন, এই চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ  মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা একটু ব্যতিক্রম কাজ করার চেষ্টা করছি। মূলত সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।

এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক,  বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,  বরুড়া উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপনসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  

মন্তব্য (০)





image

প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভুমিকা বিষয়ক ক...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়...

image

ফামের্সীতে মিলল ২ বস্তা নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্...

image

ঢাকার ৬ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

স্বাস্থ্য ডেস্কঃ সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা এয়ার কোয়াল...

image

নওগাঁয় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দি...

image

বিজয় দিবস উপলক্ষে মধুখালিতে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প 

ফরিদপুর প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ...

  • company_logo