• স্বাস্থ্য

বরুড়ায় বিনা খরচে চিকিৎসা ও ঔষধ পেয়ে ৪ হাজার মানুষের মুখে হাসি

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলা প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৪হাজার নারী-পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বুধবার  (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের হরিশপুর কামাল হোসেন কলেজ মাঠে  দিনব্যাপি এই মানবিক কাজের আয়োজন করে বরুড়া জনকল্যাণ সমিতি।  

দেশ বরেণ্য শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. রুহুল আমিনের তত্ত্বাবধানে  নোয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ও বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডা. আবদুল হান্নানের নেতৃত্বে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের হরিশপুরা গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কামাল হোসেন পাটোয়ারীর পৃষ্ঠপোষকতায় অর্ধ শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারগন এ চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা নিতে আসা নুরুল ইসলাম গাজী, রাহিমা বেগমসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারে না। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন তাদের জন্য বড় উপকার হয়েছে। শত শত মানুষ ডাক্তার দেখাতে এসেছে। এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। ২/১ মাস পরপর যদি এমন আয়োজন থাকে, তাহলে গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কারণ ডাক্তার দেখানোর পর এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে।

বরুড়া জনকল্যাণ  সমিতির সভাপতি মনিন্দ্র কিশোর মজুমদার বলেন, আমরা মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। যাদের চিকিৎসা নেওয়া ও ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের পাশে আমরা আছি। মেডিকেল ক্যাম্প ছাড়াও সব সময় আমরা মানুষের জন্য কাজ করে আসছি। 

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী, হরিশপুরা কামাল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল হোসেন পাটোয়ারী  বলেন, এই চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ  মূল উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা একটু ব্যতিক্রম কাজ করার চেষ্টা করছি। মূলত সেবা দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য।

এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক,  বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ,  বরুড়া উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপনসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  

মন্তব্য (০)





image

প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্...

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু সংস্কার কমিশন ...

image

ঠাকুরগাঁওয়ে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লো...

image

কালীগঞ্জে সেন্ট্রাল হাসপাতালকে ২ লক্ষাধিক টাকা অর্থদণ্ড

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে...

image

"গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে হা...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হা...

image

নীলফামারীতেই হচ্ছে চীনের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল:...

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর টেক্সটাইলেই চীন সরকারের সহযোগীতায় এক হাজ...

  • company_logo