ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ কিরা নাইটলি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। এ ছবিতে তিনি এলিজাবেথ সুয়ান চরিত্রে অভিনয় করেন। সিরিজটির ভক্তদের কাছে চরিত্রটির গ্রহণযোগ্যতা অনেক। সেখানে কিরার সৌন্দর্য, সাবলীল উপস্থিতি দর্শকের মনে আলাদা করে দাগ কাটে।
তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর কোনো ফ্র্যাঞ্জাইজিতে কাজ করতে চান না। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবিতেও আর দেখা যাবে না তাকে।
কিরা নাইটলি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাইরেটস সিরিজে এলিজাবেথ সুয়ান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি টাইমস পত্রিকায় এক সাক্ষাৎকারে জানান, তিনি আর কোনো মাল্টি-মুভি ফ্র্যাঞ্চাইজিতে অংশ নেবেন না। দুই সন্তান- এডি এবং ডেলিলাহ জন্মের পর তার ক্যারিয়ারে অনেক পরিবর্তন এসেছে। তাদের জন্যই দীর্ঘ সময় ধরে বাইরে থেকে শুটিং করতে হয় এমন কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
নাইটলি বলেন, ‘এখন আর বিদেশে কাজ করতে পারব না’। নাইটলি আরও বলেন, ‘এখন আমাকে সন্তানদের কথা ভাবতে হয়। তাদের সময় দিতে হয়। এই সময়টাতে আমাকে তাদের খুব দরকার। এখন তাদের সঙ্গে দূরত্ব তৈরি করা সঠিক হবে না। আমি চাইও না। আমি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাদের স্নেহ-আদরে বড় করতে চাই। তাই সিনেমা নিয়ে আমাকে বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি সন্তানদের সময় দেয়ার পাশাপাশি যা করা যায় তা করব।’
পাইরেটস সিনেমাগুলোতে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এ সিরিজটি আমাকে জনপ্রিয় করে তুলেছিল। একইসঙ্গে অনেক কঠিন পরিস্থিতিতেও ফেলেছিল। এটা বেশ মজার যে একটি বিষয় আপনাকে গড়ছে এবং ভাঙছে। পাইরেটস আমার জন্য তাই ছিল। আমাকে কিছু মানুষ খারাপভাবে দেখত। কিন্তু তাদের কারণেই সেই সিনেমাগুলোর মাধ্যমে আমি অস্কারে মনোনয়ন পেয়েছিলাম। হয়তো তারা আমাকে কিছুটা ভালোও বাসতো। এটা একটা ফ্যান্টাসির অনুভূতি ছিল আমার জন্য।’
নাইটলি তার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘সিনেমার ফ্র্যাঞ্চাইজির কাজ খুবই চ্যালেঞ্জিং ছিল। বছরের পর বছর কাজ করতে হয়েছে। আপনার হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, আপনি কোথায় শুটিং করবেন, কতদিন শুটিং হবে, কী হবে- এসব কিছুই জানেন না। এমন একটা রোমাঞ্চকর কিন্তু শংকার সময় ছিল।’
নাইটলি এখন ‘ব্ল্যাক ডাভস’ নামে একটি থ্রিলার সিরিজে কাজ করছেন। সেখানে তিনি একজন ব্রিটিশ গুপ্তচর চরিত্রে অভিনয় করবেন। তথ্য পাচার করতে গিয়ে একটি ঝুঁকিপূর্ণ প্রেমের সম্পর্কের জড়িয়ে পড়ে সেই চরিত্রটি। নাইটলির ভাষ্য, ‘এখন আমি এমন চরিত্র খুঁজি যা শুধু বিনোদন দেয়।’
তিনি বলেন, ‘কয়েক বছরে আমি যেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি তা ভাবলে আমি অনেক অবাক হই। আমি এখন চাইছি শুধু বিনোদনমূলক চরিত্র। হয়তো এর কারণ আমি নিজেও একটু মুক্তি চাই। ভারী ভারী চরিত্রে কাজ করার চাপ নিতে চাই না। বিষাদ বা কষ্টের কিছুও করতে চাই না।’জানা গেছে, কিরা নাইটলি অভিনীত ‘ব্ল্যাক ডাভস’ সিরিজটি ৫ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে প্রচার করা হবে।
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার সম্পর্কগুলো থেকে তিনি যে...
বিনোদন ডেস্কঃ তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, ...
বিনোদন ডেস্কঃ বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় ...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্...
বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা ...
মন্তব্য (০)