ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ আজকাল দেশের নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় না। সম্প্রতি টলিউড, বলিউড, হলিউড লাস্যময়ীদের বাহুডোরে বাঁধা পড়ছেন পর্দায়। দেশের নায়িকাদের সঙ্গে কেন দেখা যাচ্ছে না শাকিবকে? অনেকের প্রশ্ন। এবার জবাব দিলেন শাকিব। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পণ্য দেশের শীর্ষস্থানীয় হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর সৌজন্যে ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে শাকিব খানের সাথে আরও ছিলেন পূজা চেরী, ছবিটির পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো জনপ্রিয় সব তারকা। বিদেশি নায়িকাদের সাথে কাজ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘আমি নিজেই দেখি নায়িকাদের সিডিউল পাচ্ছি না।
যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার সিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।’শাকিব বলেন, ‘এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন দরদের। তার মানে বোঝা যায় ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়। ঈদ ছাড়া সিনেমা সবসময়ই সুপারহিট হয়েছে।
ইনফ্যাক্ট, আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে; যেমন প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—এমন যতগুলো বিগ হিট সিনেমা এসেছে, সবগুলোই কিন্তু ঈদ ছাড়াই এসেছে। এটা সবসময়ই প্রমাণিত হয়ে এসেছে। আজকে দরদ দিয়েও প্রমাণ করল যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হওয়ার অপশন বেশি থাকে।’
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তার সম্পর্কগুলো থেকে তিনি যে...
বিনোদন ডেস্কঃ তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, ...
বিনোদন ডেস্কঃ বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় ...
বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্...
বিনোদন ডেস্কঃ বছরের শেষপ্রান্তে এসে সুখবর দিলেন এ প্রজন্মের চিত্রনায়িকা ...
মন্তব্য (০)