• রাজনীতি

দুই বিষয়ে আবারও অবস্থান স্পষ্ট করল বিএনপি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই চায় বিএনপি। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি। এ অবস্থায় যদি নানা ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করার পক্ষে মত দেন নেতারা।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করা হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। 

বৈঠকে বিএনপি নেতারা বলেন, সাধারণ মানুষ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) কী, তা বোঝে না। সংবিধানেও পিআর পদ্ধতির কথা নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মতও নয়। বৈঠকে বলা হয়, তারা যেমন আওয়ামী লীগের অপকর্ম-গণহত্যার বিচার চেয়েছে, তেমনি জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে পারে। তবে মব তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির কোনো কিছুকে বিএনপি সমর্থন করে না; সমর্থন করবেও না। 

এর আগে সোমবার রাতে গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত পাঁচ দফা প্রস্তাবের মধ্যে জাতীয় পার্টির বিচারের বিষয়টিও ছিল। ওই বৈঠকে বিএনপির প্রতিনিধি হিসেবে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে বিএনপি নেতারা নির্বাচন নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। তারা সমমনা দল এবং জোট ছাড়াও ফ্যাসিবাদবিরোধী মিত্র শক্তির সঙ্গে বৈঠক করে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার পক্ষে মত দেন। 

বৈঠকে কোনো কোনো দলের ক্ষমতাকেন্দ্রিক চাওয়া-পাওয়াকে আমলে নিয়ে তার কিছু পূরণের আশ্বাস দেওয়ার তথ্যও জানানো হয়। এর মধ্যে আসন ছাড়, দল ক্ষমতায় এলে সরকারের অংশীদার করার মতো বিষয়ও আছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। 

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মত দেন নেতারা। তাদের প্রত্যাশা, সরকার এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মনে করছে বিএনপি। 

গত শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মারধরে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নুরের ওপর হামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। 

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির গত রোববারের আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে সংস্কার, জুলাই সনদ, পিআরসহ অন্যান্য ইস্যু নিয়ে আলোচনায় দলের আগের অবস্থানই তুলে ধরে বিএনপি। 

বৈঠকে বলা হয়, নির্বাচনী পথনকশা ঘোষণার পর বিভিন্ন পক্ষ থেকে নানা দাবি-দাওয়া তোলা হচ্ছে। এগুলোকে নির্বাচন বিলম্বিত কিংবা বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।

স্থায়ী কমিটিতে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। এই হামলার নেপথ্য কারণ কী অথবা নির্বাচনকে বিলম্বিত করার জন্য এটি কোনো পক্ষের পরিকল্পিত ষড়যন্ত্র কি না–তা বোঝার চেষ্টা করছে বিএনপি। কারণ, ঘটনাটি ঘটেছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার এক দিন পর। 

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস (ভার্চুয়াল), গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়াল), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

মহানবী (সা.) ইসলাম কায়েমের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত ...

নিউজ ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দ...

image

ফাঁসির মঞ্চে যাওয়ার আগে গলার রশির যত্ন নিন: ফুয়াদ

নিউজ ডেস্ক : আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূ...

image

ইসলামি আন্দোলনের হেভিওয়েটরা কে কোন আসনে লড়বেন

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু কর...

image

নির্বাচন বানচালে প্রশাসনে থাকা হাসিনার প্রেতাত্মারা প্রস্...

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হ...

image

জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত, কী আলোচনা হলো

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজ...

  • company_logo