
ছবিঃ সিএনআই
সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় দুই ব্যক্তিকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে আলোচিত তুফান সরকারের ভাইসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার রাতে শহরের চকসূত্রাপুর রহমান ভিলার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে জিম্মিদের উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের চেলোপাড়া এলাকার মহসিন কাজী সিজান, চকসূত্রাপুর চামড়া পট্টির তুফান সরকারের ভাই ওমর সরকার, কেয়া বেগম, আফসানা মিমি, কামরুন্নাহার অধোরা, এনামুল হোসেন ওরফে রায়হান ও নয়ন হোসেন। বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ডিবির ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার। পুলিশের এই কর্মকর্তা জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কেয়া প্রথমে ফোন করে ফজলুর রহমানকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় আসতে বলেন। তিনি এলে কেয়া ও তার সহযোগীরা তাকে চকসূত্রাপুরের একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পর তার এক সহযোগীকেও সেখানে ডেকে আটকিয়ে রাখা হয়।এরপর ভুক্তভোগীদের মারধর করে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে তাদের উলঙ্গ করে ভিডিও ধারণ করে দাবি করা হয় আরো ৪ লাখ টাকা। এ ঘটনা ভুক্তভোগীদের পরিবার তাদের জানালে জেলা পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিক নির্দেশনায় তারা অভিযান চালিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের উদ্ধারসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেন।
ইকবাল বাহার আরো জানায়, গ্রেপ্তারকৃতদের মাঝে মহসিন কাজী সিজান ও এনামুল হোসেন রায়হানের বিরুদ্ধে এর আগেরও ৬টি মামলা, আলোচিত ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ ৬টি মামলা এবং নয়ন হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। ডিবি পুলিশের এই কর্মকর্তা সাধারণ মানুষদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন ক্ষেত্রে অনেকেই মান সম্মানের ভয়ে পুলিশের সহযোগিতা নিতে চায় না। তবে অন্যায়ের কাছে মাথা নত না করে যারা রুখে দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই ন্যায় বিচার পেয়েছে এবং দোষীরাও শাস্তির আওতায় এসেছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতার মাম...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্...
বগুড়া প্রতিনিধি : সময়সীমার অতিরিক্ত ১৪ মাস পেরিয়ে গেল...
সঞ্জু রায়, বগুড়া: চকলেটের প্রলোভন দেখিয়ে ব...
মন্তব্য (০)