
ছবিঃ সিএনআই
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। ফলে ওই গ্রামের প্রায় ৮ হাজার লোকজনের চলাচলে এবং কৃষি পন্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে সড়কটি দ্রুত পাকা করনের দাবি জানিয়েছেন গ্রামবাসী।
জানাগেছে, আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জলকৈ গ্রাম। এই আঞ্চলিক মহাসড়কের জলকৈ স্ট্যান্ড থেকে গ্রামের মধ্য দিয়ে সরিয়া হয়ে প্রেমতলী পর্যন্ত বয়ে গেছে সড়কটি। দীঘদিন আগে প্রায় এই সাড়ে তিন কিলোমিটার সড়ক ইট সোলিং করে রাস্তা করা হয়। এর পর সংস্কার না করায় পুরো সড়ক জুরেই ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে।
এতে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিভিন্ন যান বাহনসহ গ্রামের লোকজনের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামের মধ্যে সড়কের একটি কালভার্টের মাঝা-মাঝিস্থানে ধ্বসে গেছে। এতে আরো জনদূর্ভোগ বেড়ে গেছে। ফলে গ্রামের মধ্য থেকে কৃষকদের ধান-চাল,সারসহ বিভিন্ন মালামাল পরিবহনে বেকায়দায় পরেছেন। গ্রামবাসীরা বলছেন,কোন রকমে ভ্যানগাড়ী দিয়ে মালামাল পরিবহন করতে পারলেও খানা খন্দের কারনে কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পরতে হচ্ছে গ্রামের লোকজনকে।
ওই গ্রামের রাজ কুমার জানান, দীর্ঘ দিন আগে ইট সোলিং রাস্তা নির্মান করেছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় রাস্তার ইট ওঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলে অয়োগ্য হয়ে পরেছে।
গ্রামের বাসিন্দা মেহেদি হাসান বিত্ত জানান, আমরা গ্রামে প্রায় ৮হাজার লোকজন বসবাস করি। এতোগুলো লোকজনের চলাচলের এই রাস্তাটি বেহলা হয়ে থাকলেও এখন পর্যন্ত সংস্কার কিম্বা মেরামতের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ঠরা। এই গ্রামেই একটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কমিউনিটি সেন্টার রয়েছে। ফলে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল এবং গ্রামবাসীর বিভিন্ন মালামাল পরিবহন ও অসুস্থ্য রোগীদের নিয়ে চলাচলে চরম বেকায়দায় আছি আমরা। তাই দূর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকা করনের দাবি জানান তিনি।
স্থানীয় একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব শাহজাহান বলেন, রাস্তাটির ইট ওঠে গিয়ে চলাচলে অনুপুযোগী হয়ে পরেছে। গ্রামবাসীর দূর্ভোগ দেখে বেশকিছু রাবিশ দিয়ে কোন রকমে চলাচলের উপযোগী করা হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টিপাতরে কারনে সবগুলো ওঠে গিয়ে আবারো বেহাল হয়ে পরেছে। এব্যাপারে সংশ্লিষ্ঠদের জানানো হয়েছে।
রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, রাস্তাটি পাকা করনের জন্য ইতি মধ্যেই প্রক্রিয়া শেষের দিকে। আসা করছি দ্রুত সময়ের মধ্যেই পাকা করণ কাজ শুরু হবে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে সৌদি প্রবাসীর অন্তঃসত্তা স্...
বগুড়া প্রতিনিধি : সময়সীমার অতিরিক্ত ১৪ মাস পেরিয়ে গেল...
সঞ্জু রায়, বগুড়া: চকলেটের প্রলোভন দেখিয়ে ব...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ না...
মন্তব্য (০)