• সমগ্র বাংলা

নওগাঁয় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁয় দুইদিনব্যাপী বাংলা ইশারা ভাষা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়িত হচ্ছে।  

বুধবার সদর উপজেলা মিনি অডিটোরিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ, জেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ৫২জন বাক প্রতিবন্ধী ব্যক্তি, জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি প্রমুখ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন রাজশাহী সমাজ সেবা অধিদপ্তরের ইশারা ভাষার শিক্ষক সায়েম খাঁন ও বিটিভির ইশারা ভাষার সংবাদ পাঠক মো: আরিফুল ইসলাম।

এসময় বাংলা ইশারা ভাষার গুরুত্ব ও প্রয়োজনীতা তুলে ধরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ইশারা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এক ভাষার মানুষ অন্য ভাষার দেশে গেলে ভাষা সংক্রান্ত যে জটিলতায় ভোগেন সেই ভোগান্তি থেকে মুক্তি পেতে এবং দেশের বাক প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে বিনির্মাণ করতে এই ইশারা ভাষার কোন বিকল্প নেই। তাই এই স্বল্প সময়ে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত লব্ধজ্ঞান নিজেরা আয়ত্ত করবো এবং আশেপাশের বাকপ্রতিবন্ধী মানুষদের সঙ্গে শেয়ার করবো। এছাড়া প্রতিটি মানুষের জন্যই এই ইশারা ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীতে আরো বড় পরিসরে এই বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের আয়োজনের অঙ্গিকার ব্যক্ত করেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

চাটমোহরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আট...

image

মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষের মহড়া

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বি...

image

দশমিনা বেতাগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গ্রেফতার।

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ডেভিল হান্ট অভিযানে বেতাগী ইউনিয়ন পরিষদের প...

image

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা সুপারের উপর হামলা এলাকায় উত্তেজনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ...

image

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জামায়তের গোপালপুরে...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...

  • company_logo