• অপরাধ ও দুর্নীতি

মা‌নিকগ‌ঞ্জে শিশু মে‌য়ে‌কে ধর্ষণের দা‌য়ে বাবার মৃত্যুদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নয় বছরের ‌নিজ শিশু কন‌্যাকে ধর্ষণের দায়ে অ‌ভিযুক্ত বাবা‌কে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তা‌কে এক লাখ টাকা অর্থদণ্ড ও করা হয়।

র‌বিবার (১৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৫) তার গ্রা‌মের বাড়ি যশোরের কতোয়ালী উপজেলার ডাকাতিয়া গ্রামে। ‌সে মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো। রায় ঘোষণার সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে আসামি আনোয়ার হোসেনের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে মানিকগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির মা (আসামির স্ত্রী) বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করে।

এ মামলাটি তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিজেই তদন্ত করে। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা রকিবুজ্জামান আসামি আনোয়ারের বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেয়। এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর স্বাক্ষরগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনজীবী (পিপি) হুমায়ুন কবির, তি‌নি বলেন, মামলার সকল নথিপত্র ও স্বাক্ষীদের দেওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। আদালতে দেওয়া ভুক্তভোগীর জবানবন্দিতে ধর্ষকের ফাঁসির দাবি করা হয়।

 

মন্তব্য (০)





image

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় প্রেমিকার দাদি ও ভাবিকে গল...

বগুড়া প্রতিনিধিঃ  প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বগুড়া...

image

রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজা ও ১ টি সিএনজি জব...

image

নারায়ণগঞ্জে মা'কে পিটিয়ে হত্যার অভিযোগে দুই সন্তান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বীনু ব...

image

চাটমোহরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সহ আটক ৩ : ভ্রাম্যমান ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান...

image

চাঁদাবাজির অভিযোগে বহিস্কৃত যুবদল নেতাকে আটক করে পুলিশে দ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে অস্...

  • company_logo