• বিশেষ প্রতিবেদন

উত্তরাঞ্চলে পেট্রল পাম্প বন্ধে যানবাহন চালকদের দুর্ভোগ

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ  রংপুরসহ উত্তরাঞ্চলের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার(৫ফেব্রয়ারী)সকাল থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ করেছেন তারা।এর ফলে রংপুর বিভাগে চরম দুভোগে মোটরসাইকেল ও যানবাহন চালকরা।

রংপুর পেট্রল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলে সেলিম আহমেদ,হিমেল মিয়া,জমসেদ জানান,হঠাৎ পাম্প গুলো তেল দেওয়া বন্ধ করায় সমস্যায় পড়তে হচ্ছে।এ তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে।তবে অনেক সমস্যায় পড়েতে হয় তাদের।এতে দুভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রংপুর বিভাগের পেট্রোলিয়াম পেট্রল পাম্প অনির্দিষ্টকালের বন্ধ থাকায় দুভোগ আর ভোগান্তিতে পড়ছে যানবাহন মালিক ও চালকরা।পেট্রল পাম্প বন্ধে চরম ভোগান্তিতে।এর ফলে কৃষি খাতেও পড়ছে প্রভাব।জমি চাষ করতে হচ্ছে জ্বালানি তেল দিয়ে।

বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রল পাম্প মালিককে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন-বিপণন বন্ধ এবং পরিবহন ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।

 

গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে।এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ। আমরা এই অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম মেনে এবং বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছি।নিয়মিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি।এর ফলেও সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে নষ্ট করছে পাম্প।

 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ঘর হারানোর শঙ্কায় প্রতিবন্ধী নজরুল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: জীবন বেশিরভাগ সময় কেটেছে পিঠা বিক্রি করে। সারাজীবনে...

image

নাগেশ্বরীতে জমির খাজনা আদায়ে হালখাতা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির খাজনা (কর) আদায়ে হালখা...

image

পহেলা বৈশাখে লোকজ শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটলো নতুন প...

নওগাঁ প্রতিনিধি: পহেলা বৈশাখ মানেই বাঙ্গালীর প্রাণের উৎসব। বৈশাখ বলতে আমরা গ্...

image

পাবনায় হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চড়ক পূজা শুরু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর শহরের অদূরের গ্রামে বোঁথড়। এ গ্রামে প্...

image

বৈশাখী মেলাকে ঘিরে ব্যস্ত জাম গ্রামের কাগজের রঙ্গিন ফুল ত...

নওগাঁ প্রতিনিধি: আসছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ মানেই বিভিন্ন...

  • company_logo