• বিশেষ প্রতিবেদন

রাণীনগরে ঈদ পুনর্মিলনী

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির সার্বিক আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উন্নত শিক্ষা গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ ও সুনাগরিক করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে রাণীনগর নাগরিক সমাজের উদ্যোগে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে আইডিয়াল একাডেমি। উপজেলা সদরে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব পূরণে কাজ করে যাচ্ছে এই বিদ্যাপিঠটি।

মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইডিয়াল একাডেমির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলায় আরো একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আইডিয়াল একাডেমি পূরণ করতে পারবে বলে মত প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ অন্যরা মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন উপজেলা সদরে আরো একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অনেক মেধাবী শিক্ষার্থীরা সদরে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ না পেয়ে বাহিরের দূরবর্তি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। সেই অভাবটি পূরণে নৈতিকতা সম্পন্ন আধুনিক মানের শিক্ষা প্রদানের রেওয়াজ চালু করতে আইডিয়াল বিদ্যাপিঠটিকে পুরোপুরি বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন দিন যতই যাচ্ছে ততই আমরা সন্তানদের অসম ও অসুস্থ্য শিক্ষা প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছি। এতে করে প্রকৃত শিক্ষার সঙ্গে নৈতিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে আগামী প্রজন্মরা। সেই অসুস্থ্য প্রতিযোগিতা থেকে বেরিয়ে নতুন প্রতিষ্ঠিত বিদ্যাপিঠ আইডিয়াল একাডেমী প্রকৃত শিক্ষায় শিক্ষার্থীদের স্বশিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি মনে করেন। এছাড়া ভালো কাজে একাডেমিকে প্রশাসনিক সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ঘর হারানোর শঙ্কায় প্রতিবন্ধী নজরুল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: জীবন বেশিরভাগ সময় কেটেছে পিঠা বিক্রি করে। সারাজীবনে...

image

নাগেশ্বরীতে জমির খাজনা আদায়ে হালখাতা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির খাজনা (কর) আদায়ে হালখা...

image

পহেলা বৈশাখে লোকজ শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটলো নতুন প...

নওগাঁ প্রতিনিধি: পহেলা বৈশাখ মানেই বাঙ্গালীর প্রাণের উৎসব। বৈশাখ বলতে আমরা গ্...

image

পাবনায় হাজার বছরের প্রাচীন ঐতিহ্যবাহী চড়ক পূজা শুরু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের পৌর শহরের অদূরের গ্রামে বোঁথড়। এ গ্রামে প্...

image

বৈশাখী মেলাকে ঘিরে ব্যস্ত জাম গ্রামের কাগজের রঙ্গিন ফুল ত...

নওগাঁ প্রতিনিধি: আসছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখ মানেই বিভিন্ন...

  • company_logo