• সমগ্র বাংলা

বগুড়ায় পোস্টাল ব্যালটে কারাগার থেকে ভোট দিবেন ৭৮ জন কারাবন্দী, চলছে প্রস্তুতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সারাদেশেই ভোটা‌ধিকার প্রয়োগের প্রস্ত‌তি নিয়েছেন কারাবন্দিরা। পোস্টাল ব্যালটের মাধ‌্যমে কা‌স্টিং করা হবে এই ভোট। বগুড়ার কারাগা‌র থেকে এবার ৮৭ জন কারাবন্দি ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী যাদের মাঝে ইতিমধ্যেই ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার নূরুল মুবীন।

কারা সংশ্লিষ্ট সুত্র জানায়, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে জেলখানা বা আইনি হেফাজতে আটক থাকা ভোটাররা এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বগুড়া কারাগারে থাকা প্রায় দুই হাজার বন্দির মধ্যে রেজিস্ট্রেশন প্রস্ত‌তি নেন ৮৭ জন। জাতীয় পরিচয়পত্রে ত্রু‌টি, জা‌মিন ও অন‌্য কারাগারে স্থানান্তরের কারণে ৭ জনের রেজিস্ট্রেশন সম্ভব হয়‌নি।

বগুড়ার জেলার নূরুল মুবীন বলেন, আমরা কাউকে জোর ক‌রি‌নি। কারাবন্দিদের ভোটা‌ধিকার প্রয়োগে উদ্বুদ্ধ কর‌তে সেন্ট্রাল মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রতি‌টি ওয়ার্ডে গিয়ে কারাবন্দিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং সম্পর্কে অবহিত করেছি। যারা আগ্রহী ছিল, তাদের তা‌লিকা অনুযায়ী রেজিস্ট্রেশন ক‌রা হয়।

তিনি জানান, ৮৭ জন কারাব‌ন্দি ভোট দিতে আগ্রহী ছিলেন। কয়েকজনের জাতীয় পরিচয়পত্রে ত্রু‌টি ছিল। সাতজন নারীসহ মোট ৮০ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন। এরম‌ধ্যে একজন জা‌মিন পেয়েছেন, আরেকজনকে অন‌্য কারাগারে স্থানান্তর করা হয়েছে। বগুড়ার কারাগার থেকে ৭৮ জন কয়েদি এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। পোস্টাল ব্যালটের মাধ‌্যমে ভোট কা‌স্টিং করা হবে। পরবর্তীতে ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হবে। 

মন্তব্য (০)





image

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: মা‌নিকগ‌ঞ্জে প্রধান উপদেষ্ট...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্...

image

আত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উদঘাটন দীর্ঘ ১৯ মাস...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পুলিশ সুপারের নেতৃত্বে দীর্ঘ ১৯ মাস পর নওগাঁ জেলার আত...

image

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন...

বেনাপোল প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে বিএনপি'র দলীয় ম...

image

তিন শর্তে দেশ গড়বে জামায়াত: জামায়াতে আমির

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সর...

image

বগুড়ায় অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও মতবিনিম...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শ...

  • company_logo