ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জিওসি ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি–মহোদয়ের উপস্থিতিতে এই ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দুই শতাধিক দরিদ্র ও দুস্থ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়।
পরে ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ মাঠে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ সেনাবাহিনী দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মানিকগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পুলিশ সুপারের নেতৃত্বে দীর্ঘ ১৯ মাস পর নওগাঁ জেলার আত...
বেনাপোল প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে বিএনপি'র দলীয় ম...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সর...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শ...

মন্তব্য (০)