• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ সহ আহত ১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নে তিন গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের টেটাবিদ্ধ সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

আহতদের স্থানীয় স্বাস্থ্য-কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর হইতে সন্ধ্যা পর্যন্ত দেশীয় অস্ত্র দা, বটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেল দিয়ে থেমে থেমে এ সংঘর্ষ চলতে থাকে।

ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড’র সাবেক মেম্বার খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে একই এলাকার পাঁচানি গ্রামের আওয়ামীলীগ নেতা হামিদুল ইসলাম হামিদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জেরধরে এ সংঘর্ষ’র ঘটনা ঘটেছে বলে জানায় এলাকাবাসী। সংঘর্ষে টেঁটাবিদ্ধ পাঁচানি গ্রামের বজলু মিয়া বলেন, পাশের গ্রাম ছোট কোরবানপুর এবং খাশেরগাঁওয়ের মনির মেম্বার ও রাসেল মিয়া তাদের লোকজন দিয়ে এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতি করে থাকে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ দুপুরে হঠাৎ করে দেশিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় তিন শতাধিক লোকবল নিয়ে আমাদের গ্রামে প্রবেশ করে বাড়িঘর, দোকানপাটে লুটপাট চালায়। আমরা প্রতিহত করার চেষ্টা করলে আমাদের ১০/১২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রাণ বাঁচাতে অনেকেই মসজিদের ছাদে গিয়ে আশ্র‍য় নিলে ইটপাটকেল নিক্ষেপ করে তারা মসজিদের সকল গ্লাস ভেঙে ফেলে।

ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে পাঁচানি গ্রামের হামিদ মিয়া একছত্র আধিপত্য বিস্তার করে আমাদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে এলাকা ছাড়া করে রেখেছে। আমাদের বাড়িঘরে একাধিকবার হামলা চালিয়ে ভাংচুর করেছে। এখনো সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। রাসেল মিয়া বলেন, সকালে আমাদের ছেলেরা নদীতে গেলে হামিদ মিয়ার লোকজন তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আমাদের লোকজন গিয়ে তাদের গ্রামে হামলা চালিয়েছে। এসময় দু’পক্ষের লোকজনই আহত হয়।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই এ দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। গত সপ্তাহে আমরা কয়েকজন ওই এলাকায় গিয়ে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু মনির মেম্বার ও রাসেল মিয়া সমাধান চাইলেও হামিদ মিয়া সমাধানে যেতে নারাজ। আজকে সংঘর্ষ’র পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাংচুর করেছে দেখে এসেছি। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। প্রশাসনের লোকজন সরে গেলেই আক্রমণের চেষ্টা করছে। যেহেতু আমরা ঘটনাস্থলে আছি এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: মা‌নিকগ‌ঞ্জে প্রধান উপদেষ্ট...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্...

image

আত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য উদঘাটন দীর্ঘ ১৯ মাস...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পুলিশ সুপারের নেতৃত্বে দীর্ঘ ১৯ মাস পর নওগাঁ জেলার আত...

image

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন...

বেনাপোল প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে বিএনপি'র দলীয় ম...

image

তিন শর্তে দেশ গড়বে জামায়াত: জামায়াতে আমির

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সর...

image

বগুড়ায় অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও মতবিনিম...

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শ...

  • company_logo