ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৩ নড়াইল-১ আসন ও ৯৪ নড়াইল-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির প্রার্থী এবং স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ্য দেয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড.মোহাম্মদ আব্দুস সালাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ প্রতিক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার (দাড়িপাল্লা প্রতিক), ইসলামী আন্দলন বাংলাদেশ এর আব্দুল আজিজ (হাতপাখা প্রতিক), জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা (লাঙ্গল প্রতিক), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস প্রতিক), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল প্রতিক) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া প্রতিক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ প্রতিক), বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আতাউর রহমান বাচ্চু (দাড়িপাল্লা প্রতিক), ইসলামী আন্দোলন বাংলাদেশে’র অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা প্রতিক), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল প্রতিক) , গণঅধিকার পরিষদ (জিওপি) নুর ইসলাম (ট্রাক প্রতিক) বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোট মো.শোয়েব আলী (ছড়ি প্রতিক) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস প্রতিক) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ প্রতিক) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।###
মানিকগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পুলিশ সুপারের নেতৃত্বে দীর্ঘ ১৯ মাস পর নওগাঁ জেলার আত...
বেনাপোল প্রতিনিধি : যশোর-১ (শার্শা) আসনে বিএনপি'র দলীয় ম...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সর...
বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শ...

মন্তব্য (০)