ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পর শুনানি শেষে এ সিদ্ধান্ত আসে।
রবিবার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে নির্বাচন কমিশন মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা।
এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় ১% হারে ৫৩৯৬ জন ভোটারের ক্রস চেকে ১ জন ভোটের তথ্যগত অমিল বা ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে ঐ ভোটার স্বশরিরে কমিশনে হাজির হয়ে উক্ত ভোটদান তথ্যটি সঠিক বলে স্বীকারোক্তি দেয়।
আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান ।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় মো: সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন- আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ষড়যন্ত্র স্বীকার হয়েছিলাম। কমিশন সঠিকটা জেনে সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি জামালপুর-৩ মেলান্দহ - মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।
মাগুরা প্রতিনিধিঃ অগ্রসর সমাজ গঠনের প্রত্যয়ে সুবিধাবঞ্চিত মা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
বগুড়া প্রতিনিধি : ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ নে...

মন্তব্য (০)