ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেন।
শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শপথ নেয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’
আগামী ১২ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রাম্প প্রশাসন গত ডিসেম্বরে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে।
গত ১৯ ডিসেম্বর লিংকডইনে দেয়া এক পোস্টে তিনি নিজেই সিনেটের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ মনোনয়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তার স্থলাভিষিক্ত হিসেবে যোগ দেবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।
নিউজ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৫১ জন রিটার্নিং কর্ম...
নিউজ ডেস্ক : দেশে চলমান এলপি গ্যাস সংকটে পরিবহণ খাত ভয়াবহ বি...
নিউজ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতার কারণে...
নিউজ ডেস্কঃ জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলো ম...
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগষ...

মন্তব্য (০)