• সমগ্র বাংলা

বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তার বর্ণাঢ্য রাজনৈতিক সংগ্রামী জীবনকে স্মরণ করে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের চেলোপাড়া চাষী বাজার সংলগ্ন পার্কে অনুষ্ঠিত এই আয়োজনে একইসাথে ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়।

বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় তিনি বলেন, বগুড়ার মানুষের সাথে জিয়া পরিবারের সম্পর্ক আত্মার ও ভালবাসার। গেলো ৩০শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই অঞ্চলের মানুষ অত্যন্ত শোকাহত। তার মৃত্যুর দিন থেকে আজও প্রতিদিন বগুড়ার বিভিন্ন জায়গায় তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, কোরআন খতম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। বগুড়ার পুত্রবধূ হিসেবে তিনি এই অঞ্চলের মানুষের জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। এসময় তিনি আগামী ১২ই জানুয়ারি বগুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া গণদোয়াতে অংশ নেয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. একেএম মাহবুবুর রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাঈন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, মিজানুর রহমান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে খন্দকার জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, কালাম শেখ, আব্দুল মান্নান, আল মাহমুদ তারেক বাতেন, ফিরোজ হোসেন, সিরাজুল ইসলাম, মান্নান শেখ, আবুল কালাম আজাদ, মাসুদুল হাসান টুকু, আবু জাফর জেমস, ইমরান হোসেন, রবিউল হাসান দারুন, মেহেদী হাসান মিল্লাত, জামাল শেখ, আবু সাঈদ দুখু, কার্তিক সরকার কান্তি, খোকন রায়, মোনারুল ইসলাম, বাপ্পী, মানিক মিয়া, স্বপনসহ আরো অনেকে।
আয়োজন প্রসঙ্গে পরিমল চন্দ্র দাস বলেন, দল, মত, নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এই বাংলাদেশের অভিভাবক ও রাজনৈতিক বটবৃক্ষের ন্যায়। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার আত্মার শান্তি কামনায় তার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার পাশাপাশি শুক্রবার বাদ জুম্মা এই দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। একদিন প্রায় ৩ হাজার মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে ভালো মানের খাবার। পরিমল বলেন, বাবা, স্নেহের ছোট ভাই এবং সবশেষ নিজের গর্ভধারিনী মাকে হারিয়ে আজ এতিম অবস্থাতেই এই বাংলাদেশের হাল ধরেছেন তাদের অভিভাবক তারেক রহমান। দেশনেত্রীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তারা এখন আগামী রবিবার নিজ পিতৃভূমিতে তারেক রহমানকে ১৯ বছর পর বরনের প্রস্তুতি নিচ্ছেন।
 

মন্তব্য (০)





image

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

নিউজ ডেস্ক : জরুরি মেরামত ও সংস্কারকাজ পরিচালনার জন্য শনিবার (১০ জানুয়ার...

image

বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে ...

image

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক বিজিবি

নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে...

image

দিনাজপুরে তারেক রহমানের সফর এবং মা বেগম খালেদা জিয়ার জন্য...

দিনাজপুর প্রতিনিধি : আগামী ১২ জানুয়ারী বিএনপির চেয়ারপার্সন ত...

image

কক্সবাজার কলাতলী বীচে কোস্ট গার্ডের অভিযান: ৫ মানব পাচা...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কলাতলী বীচে কোস্ট গার্ডের ...

  • company_logo