• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে পোস্টাল ভোট

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার। 

ইতোমধ্যে নিবন্ধিত এসব ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) আশা করছে, নিবন্ধনকারী ৯০ শতাংশেরও বেশি প্রবাসী ভোটার এবার ভোট দেবেন। 

এছাড়া, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। 

ইসির কর্মকর্তারা আশা করছেন, দেশের অভ্যন্তরে নিবন্ধনকারীদের মধ্যেও ৯০ শতাংশের বেশি ভোট দেবেন।

এই পরিস্থিতিতে পোস্টাল ভোট নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ইসির কর্মকর্তারা। তাদের মতে, যেসব আসনে ৫ হাজারের বেশি পোস্টাল ভোট পড়বে, সেখানে জয়-পরাজয় নির্ধারণে এই ভোটগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নিবন্ধনের তথ্য অনুযায়ী, ১৮১টি আসনে ৪ হাজারেরও বেশি পোস্টাল ভোট পড়বে। এর মধ্যে ১৮টি আসনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ হাজারের বেশি। ৯টি আসনে ৯ হাজারের বেশি, ১০টি আসনে ৮ হাজারের বেশি, ১১টি আসনে ৭ হাজারের বেশি এবং ২১টি আসনে ৬ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। 

এ ছাড়া ৪৬টি আসনে ৫ হাজারের বেশি এবং ৬৬টি আসনে ৪ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেন। সব মিলিয়ে ১১৬টি আসনে ৫ হাজারের বেশি পোস্টাল ভোট পড়বে, যা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন ও জেলাভিত্তিক পরিসংখ্যান

আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন সবার শীর্ষে রয়েছে, এখানে ১৬ হাজার ৯৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এরপরই চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন নিবন্ধন করেছেন। 

এদিকে, জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা। সেখানে ১ লাখ ১২ হাজার ৯০ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এরপর ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, ‘ফেনী-৩ আসনে ১৬ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনের ফলাফল নির্ধারণে ৫ হাজার ভোটই অনেক বড় ফ্যাক্টর হতে পারে। দেশের ইতিহাসে এটিই প্রথম পোস্টাল ভোট এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি।

এখন ব্যালট পাঠানোর পর কি পরিমাণ ফিরে আসে সেটি দেখার বিষয়। তবে আমরা আশাবাদী যে ৯০ শতাংশের বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন।’

তিনি জানান, প্রায় ৩ হাজার প্রবাসী সঠিক ঠিকানা না দেওয়ায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হবে না। 

বাকিদের কাছে দ্রুত ব্যালট পাঠিয়ে দেওয়া হচ্ছে। দেশের ভেতরের ভোটারদের ক্ষেত্রে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ব্যালট পাঠানো হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ভোট দিতে ব্যালট পাঠানো ও ফেরত আসা মিলিয়ে মোট ৭ দিন সময় লাগতে পারে।

গোপনীয়তা ও সর্তকতা 

পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কেউ এটি লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলে সালীম আহমাদ খান সতর্ক করে দেন।

ভোট দেওয়ার নিয়মাবলী

ইসির পরিপত্র অনুযায়ী, পোস্টাল ব্যালট পেপারে সব প্রতীক মুদ্রিত থাকবে এবং প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। ভোটাররা ভোটাধিকার প্রয়োগের আগে নির্দেশনাপত্র পড়ে ঘোষণাপত্রে ব্যালটের ক্রমিক নম্বর, নিজের নাম, এনআইডি নম্বর লিখে স্বাক্ষর করবেন। ঘোষণাপত্র ছাড়া ব্যালট বৈধ হবে না।

নিরক্ষর বা অক্ষম ব্যক্তি অন্য একজন বৈধ ভোটারের সাহায্য নিয়ে ফরম-৮ এর সংশ্লিষ্ট অংশ পূরণ ও সত্যায়ন করতে পারবেন।

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে লগইন করে নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখতে পাবেন। সেখানে ব্যালটের প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। 

এ বিষয়ে বিস্তারিত জানতে অ্যাপে ভিডিও টিউটোরিয়াল বা ডিজিটাল কন্টেন্ট থাকবে। 

ভোট দেওয়ার পর ব্যালটটি একটি ছোট খামে ভরে বন্ধ করতে হবে। এরপর ওই ছোট খাম ও স্বাক্ষরিত ঘোষণাপত্রটি রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা একটি বড় খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে। উভয় খামেই সেলফ অ্যাডহেসিভ (আঠা) অংশের উপরিভাগের টেপটি খুলে নিলেই খাম বন্ধ হবে।

এই খাম পাঠানোর জন্য ভোটারকে কোনো ডাক মাশুল বা খরচ দিতে হবে না, এটি সরকার বহন করবে।

গণনা ও পর্যবেক্ষণ

পোস্টাল ভোট গণনা শুরু হওয়ার আগ পর্যন্ত প্রাপ্ত সব ব্যালটই গণনার আওতায় আসবে। ভোটাররা অ্যাপের মাধ্যমেই তাদের ব্যালটের অবস্থান ট্র্যাক করতে পারবেন। রিটার্নিং অফিসার ব্যালট পাওয়ার পর কিউআর কোড স্ক্যান করে রেকর্ড রাখবেন এবং সফটওয়্যার থেকে ‘ফরম-১২’ জেনারেট করে স্বাক্ষর করবেন।

ভোট গণনার সময় রিটার্নিং অফিসার প্রথমে ঘোষণাপত্রটি পরীক্ষা করবেন। স্বাক্ষর না থাকলে সেটি বাতিল করা হবে। গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা কক্ষ থাকবে এবং প্রার্থী বা তাদের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত থাকতে পারবেন। রিটার্নিং অফিসার সফটওয়্যারে লগইন করে পোস্টাল ভোটের সামগ্রিক চিত্র দেখতে পাবেন।

মন্তব্য (০)





image

‎২৫ জানুয়ারির মধ্যে যে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা লাগবে ...

নিউজ ডেস্কঃ হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর ...

image

‎সারাদেশে শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ সারাদেশের আজ ১৯ জেলায় আজ বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।...

image

ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন ক্রিস্টেনস...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হি...

image

‎স্বেচ্ছাসেবকদল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার...

নিউজ ডেস্কঃ রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসে...

image

‎মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিল, আজ থেকে ...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে ...

  • company_logo