ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুই প্রবীণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
ইউসুফ মাতুব্বর (৭০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে।
এর একদিন পর বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইউসুফ মাতুব্বরকে সালথা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুই নেতাকেই ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রাতে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ওসি আরো জানান, "এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।"
পাবনা প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবা...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ভুষিরবন্দর এলাকায় যাত্রীবাহী...
নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী...
বাকৃবি প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ম...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ...

মন্তব্য (০)