ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) বই বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যেন আনন্দে মেতে ওঠে। যদিও এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনও জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়নি।
বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। আনুষ্ঠানিকতা শেষে নতুন ক্লাসের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হয়। নতুন বই পেয়ে শিশুদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চাহিদামতো বই না আসায় শিক্ষার্থীরা বই পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। কোথাও একজন শিক্ষার্থী পেয়েছে দুটি বই, কেউ পেয়েছে তিনটি, আবার কেউ এখনো একটিও পায়নি।
চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খোরশেদ আলম জানান, শুধুমাত্র ৬ষ্ঠ, ৮ম ও ৯ম শ্রেণীর বই পাওয়া গেছে। ৭ম বই আসেনি। একই কথা জানালেন, বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।
প্রাথমিক, এবতেদায়ী ও দাখিল শাখার সকল বই বিতরণ করা হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি জানান, প্রাথমিক স্তরের সকল বই এসেছে। যা বিতরণ করা হচ্ছে। প্রতিটি স্কুলে বই পৌছে গেছে।
চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম জানান, শুধুমাত্র মাধ্যমিক দ্যিালয়ের ৭ম শ্রেণীর বই পাওয়া যায়নি। বাকি সকল শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে। দু’চারদিনের মধ্যেই বাকি বই চলে আসবে। এবারের বই বিতরণে নেই কোনো উৎসব বা আনুষ্ঠানিকতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আগেই এ সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালনের কারণে বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
#
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অ...
পাবনা প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবা...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ভুষিরবন্দর এলাকায় যাত্রীবাহী...
নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী...
বাকৃবি প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ম...

মন্তব্য (০)