• সমগ্র বাংলা

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় ৪ পুলিশ আহত, গাড়ি ভাংচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে শ্রীপুর থানা পুলিশের একটি আভিযানিক দল। এসময় মাদক কারবারিদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। মাদকাসক্তরা হামলা চালিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার চিহ্নিত মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। ভাংচুর চালানো হয় পুলিশের দুটি গাড়ি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দুই নারীসহ দশজনকে আটক করে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক, অস্ত্র, চাঁদাবাজিসহ ডজনখানেক মামলা রয়েছে। 

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ পিস ইয়াবা ও দুই নারীসহ ১০জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। 

আহত পুলিশ সদস্যরা হলেন, শ্রীপুর থানার কর্মরত পুলিশের উপপরিদর্শক এসআই অরুপ কুমার বিশ্বাস (৩৫) সহকারী উপপরিদর্শক এএসআই মাসুদ রানা (৩৫), কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক। 

গ্রেপ্তারকৃতরা হলো, জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ্ (২৬), আশিক (২৪), লাকি আক্তার ও শিল্পী (৩০) । আটককৃতরা সবাই চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সহযোগী। 

মাদক অভিযানে নেতৃত্ব দেওয়া আহত পুলিশের উপপরিদর্শক এসআই অরুপ কুমার বিশ্বাস বলেন, চিহ্নিত মাদককারবারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা চাঁদাবাজিসহ ডজন খানেক মামলা রয়েছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানে গেলে তার সহযোগিরা চারপাশ থেকে হামলা চালায়। হামলাকারীরা অনেক ইটপাটকেল ছুঁড়ে, এতে আমিসহ চারজন আহত হয়েছি। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মারধর করে আসামি ছিনিয়ে নেয়

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বুধবার রাতে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের বাড়িতে মাদক উদ্ধারে যায় শ্রীপুর থানা পুলিশ। এসময় পুলিশ চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে আটক করে। তার বাড়ি তল্লাশি করে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় । খবর পেয়ে জাহাঙ্গীরের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকে৷ এসময় অন্যান্য মাদক কারবারিরা লাঠিসোঁটা নিয়ে  পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।  খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে হামলার সঙ্গে জরিত দশজনকে আটক করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা তিনটি মোটরসাইকেল ফেলে যায়। মাদক কারবারিদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হামলার ঘটনায় পুলিশ কনস্টেবল মোশাররফের অবস্থা আশংকাজনক। এঘটনায় এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে পুলিশের কাজে বাঁধা ও মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ছিনিয়ে নেওয়া চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় 'ডেভিল হান্ট' অভিযানে আওয়ামী লীগের দুই...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অ...

image

চাটমোহরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবা...

image

দিনাজপুরে যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে শিশু নিহত...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ভুষিরবন্দর এলাকায় যাত্রীবাহী...

image

নীলফামারীর চারটি সংসদীয় আসনে মধ্যে দুই সংসদীয় আসনে প্রার্...

নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী...

image

বাকৃবির হাই স্কুলে নতুন বই বিতরণ করলেন উপাচার্য

বাকৃবি প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ম...

  • company_logo