• সমগ্র বাংলা

জামালপুরে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : হঠাৎ শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতে পাশে দাঁড়িয়েছে "বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেশন অর্গানাইজেশন"। সেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে জামালপুরে শীত বস্ত্র বিতরণ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের ফৌজদারী মোড় ও রেল স্টেশন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

হঠাৎ বেড়ে যাওয়া শীতে যখন নিম্নআয়ের মানুষগুলো চরম দুর্ভোগে সময় কাটাচ্ছে, তখন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের এই উদ্যোগ তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।

এ সময় ১শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)  ও ৪০জন এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জে. এম. রিয়াদ হাসান ও সুমন শান্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন সভাপতি রিফাত আহমেদ, সহ সভাপতি তুষার আহমেদ, ফয়সাল আকন্দ, সাংগঠনিক সম্পাদক আকরাম শেখ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিলন, যুগ্ন-সাধারণ সম্পাদক তুহফাতুল জিনান। অর্থ সম্পাদক শোভন দ্বীপ প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র সহ সভাপতি জান্নাত ফাতেমা রুমকি। তিনি বলেন, এই ব্লাড সংগঠনটি ৬৪ জেলা নির্ভর অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্দেশ্য রক্তদানের পাশাপাশি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমরা এই সংগঠনের হয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। যেমন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,  বৃক্ষরোপণ, বিভিন্ন বিশেষ দিনে খাদ্য সামগ্রী বিতরণ, রমজান ঈদে দরিদ্র দের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বেকারত্ব নিরসনে কাজ পাইয়ে দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণে উদ্ভুদ্ধ ও পরামর্শ দান এবং কিছু সাহায্যের মাধ্যমে তাদের কর্মক্ষম গড়ে তোলা। 

তিনি আরও বলেন, অসহায় রোগীদের ওসুধের পাশাপাশি চিকিৎসার খরচে সাধ্যমতো সাহায্য করা। সরকার ও বিত্তবানরা আমাদের পাশে এসে দাঁড়ালে আমরা আরও উন্নয়ন মূলক কাজে অংশ নিতে পারবো।

মন্তব্য (০)





image

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ১২কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরস...

image

লালমনিরহাটে অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক

লালমনিরহাট প্রতিনিধি : অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের...

image

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলে...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গড়ভবানীপুর...

image

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বা...

image

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌর শাখার প্রতিনিধি সম্মে...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo