ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দলীয় মনোনয়নের দাবিতে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ডোমার উপজেলা বিএনপি।
শনিবার সকালে ডোমার ডাকবাংলোতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতারা জানান, জোটগত রাজনৈতিক সমঝোতার কারণে আসনটি ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। বক্তারা বলেন, ডোমার-ডিমলা এলাকার বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের প্রত্যাশা, এই আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ত্যাগী ও জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দলীয় মনোনয়ন দেওয়া হোক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন এবং এলাকায় তার সাংগঠনিক শক্ত অবস্থান রয়েছে।
নেতারা আরও বলেন, নীলফামারী-১ আসনে বিএনপির ঘাঁটি সুসংগঠিত। এখানে দলীয় প্রার্থী না দিলে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে এবং কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফল অর্জন ব্যাহত হতে পারে। তাই দলীয় স্বার্থ ও জনআকাঙ্ক্ষা বিবেচনায় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা।
সাংবাদিক সম্মেলন শেষে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে ডোমার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে দলীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
এ কর্মসূচিতে ডোমার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এদিকে দুপুরে ডিমলা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে শহরের চলাচল বন্ধ রাখে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দিয়ে বহিরাগত প্রার্থীকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, যা তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী। তারা খেজুর গাছ প্রতীকের প্রার্থী বয়কটের ঘোষণা দিয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি না মানলে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দিয়ে বহিরাগত প্রার্থীকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, যা তৃণমূলের প্রত্যাশার পরিপন্থী।
তারা খেজুর গাছ প্রতীকের প্রার্থী বয়কটের ঘোষণা দিয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি না মানলে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
জামালপুর প্রতিনিধি : হঠাৎ শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের কষ...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরস...
লালমনিরহাট প্রতিনিধি : অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গড়ভবানীপুর...
লালমনিরহাট প্রতিনিধি: দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বা...

মন্তব্য (০)