• লিড নিউজ
  • রাজনীতি

‎সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখার পর বিকেলে ৩টা ৫০ মিনিটে সংবর্ধনাস্থলে বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎তারেক রহমান বলেন, ‘এদেশে পাহাড়ের লোক আছে, সমতলের আছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তুলবো। সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।’

‎তিনি বলেন, ‘২০২৪ সালে ৭১ এর স্বাধীনতা অর্জনের মতো ছাত্র-জনতা, কৃষক শ্রমিক দলমত নির্বিশেষে সবাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। ৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো ২৪ এর ৫ আগস্ট সে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়।’

‎তিনি আরও বলেন, ‘২০২৪ সাল সেদিনের ঘটনা। আমরা দেখেছি তরুণরা কীভাবে সার্বভৌমত্ব রক্ষা করেছে। ২৪ এর সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিলো মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। হাদি চেয়েছিলো মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ বিগত স্বৈরাচারের সময় গুম খুনের স্বীকার হয়েছে, তাদের ঋণ শোধ করতে হবে। আমাদের ধৈর্যশীল হতে হবে। তরুণ প্রজন্মের যারা আছে তারাই আগামীর দেশকে গড়ে তুলবেন।’

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলো। জুলাইয়ে, ৭১ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহিদদের রক্তের ঝণ শোধ করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

‎বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন
‎তিনি বলেন, ‘যেসব জাতীয় নেতারা আছেন সবাই মিলে দেশকে নেতৃত্ব দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

‎দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিটে) এলাকায় পূর্বনির্ধারিত গণসংবর্ধনা মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‎আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আসা বাস থেকে নেমে গণসংবর্ধনা মঞ্চে উঠেন তিনি। মঞ্চে উঠে তিনি উপস্থিত লাখ লাখ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সারাদেশ থেকে আসা উচ্ছ্বসিত নেতাকর্মীরা এসময় প্রিয় নেতাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

‎এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি লাল-সবুজ রংয়ের বাসে চড়ে গণসংবর্ধনাস্থলে যান। বাসটির সামনে লেখা রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

‎রাস্তার দুই পাশে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে বরণ করে নিতে দাঁড়িয়েছিলেন। তাদের অভিবাদনের জবাব দিতে তারেক রহমান বাসের ভিতরের ঠিক সামনের দিকে উইন্ডশিল্ডের কাছে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত: ডা. শফিকুর

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ...

image

‎রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ মাতৃভূমিতে ফিরে আসতে পারল...

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব...

image

‎উই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

নিউজ ডেস্কঃ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে পূর্বাচলে লাখো মানুষের...

image

‎গুলশানের বাসভবনে ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান ‎

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমিতে ফেরার ঐতিহাসিক ...

image

‎তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব ‎

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন...

  • company_logo