ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের প্রধান ফটক কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা টিম সিএসএফ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে সরজমিনে বিমান বন্দর এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে বিমান বন্দরের বাইরে বনানীসহ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলে আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন। বিমান বন্দর কর্তৃপক্ষ সিলেটে যাত্রা বিরতির সময় সংক্ষিপ্ত করলে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করতে পারে তাকে বহনকারী বিমান।
ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। বিমান বন্দরে আনুষ্ঠানিকতা খুবই সংক্ষিপ্ত। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি অসুস্থ মায়ের শয্যাপাশে যেতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্য রওনা দেবেন। যাত্রা পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়েতে জন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হন তারেক রহমান। তাঁর সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। পথিমধ্যে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেস ওয়ে অর্থাৎ ৩০০ ফিটে সংক্ষিপ্ত অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান এভিনিউতে তার জন্য প্রস্তুত করা বাসায় যাবেন।
নিউজ ডেস্কঃ সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে বলে জানিয়েছেন বিএনপ...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব...
নিউজ ডেস্কঃ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে পূর্বাচলে লাখো মানুষের...
নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর প্রিয় জন্মভূমিতে ফেরার ঐতিহাসিক ...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন...

মন্তব্য (০)