• সমগ্র বাংলা

চন্দনাইশে চাকরিচ্যুতরা চাকরি ফিরে পেতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকায় ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের একাংশ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। 

১৭ ডিসেম্বর ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খানহাট এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘চন্দনাইশ ব্যাংকার পরিবার ও পেশাজীবী ফোরাম’ এর ব্যানারে হওয়া এ কর্মসূচিতে শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পূর্বনির্ধারিত এ কর্মসূচি সকাল ১০টায় হওয়ার কথা ছিল।

পরে পুলিশের বাধায় বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, গত বছরের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক থেকে জোরপূর্বক সাড়ে পাঁচ হাজার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর একটি গোষ্ঠী ব্যাংক দখল করে নিজেদের মতো নিয়োগ দিয়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায়  কর্মসূচিতে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এম আইনুল করিব, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, চাকরিচ্যুত কর্মকর্তা আনিসুল ইসলাম, মো. খোরশেদুল আলম, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ এনাম, আনোয়ার হোসেন, মো. সোলায়মান, সৈয়দ নাজমুস, আবু রেহান প্রমুখ। জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ খান বলেন, মানববন্ধনে পুলিশ বাধা দেয়নি। জনসাধারণের ক্ষতি যাতে না হয়, সেটিই বিক্ষোভকারীদের বলা হয়েছে। তাঁরা শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

মন্তব্য (০)





image

ইসলামপুরে বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালি

জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির উদ...

image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ সংলগ্ন দশমীপড়া...

image

পাবনায় সরকারি রাস্তা দখল ও সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা সরদার...

image

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুই বোটসহ ২৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিন চালিত বোটসহ ...

image

বার্ষিক পরীক্ষা শেষে পড়াশোনার চাপ না থাকায় হাজিরার বিনিময়...

ঝিনাইদহ প্রতিনিধি : শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে...

  • company_logo