ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা সরদারপাড়া গ্রামে সরকারি রাস্তা দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভুক্তভোগীরা চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাটেঙ্গা গ্রামের বৌবাজার পাকা রাস্তা থেকে পূর্বদিকে শফিকুল ও বরাত সরদারের বাড়ি পর্যন্ত বিস্তৃত সরকারি রাস্তার প্রবেশমুখে একই গ্রামের ফরিদুল ইসলাম, আরশেদ সরদার, লাবু সরদার, বাবু সরদার ও ডাবলু সরদার দীর্ঘদিন ধরে কয়েকটি ধানের খড়ের পালা ও কাঁটাযুক্ত গাছের ডাল বিছিয়ে রেখে রাস্তা দখল করে রেখেছেন। এছাড়াও ফরিদুল ইসলামের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ রয়েছে।
এতে করে ওই রাস্তা ব্যবহারকারী কয়েকটি পরিবার বাড়িতে যাতায়াত, কৃষিপণ্য পরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ রয়েছে, রাস্তা ব্যবহার করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দা, হাসুয়া, কাঁচি, শাবল ও বটি প্রদর্শন করে ভয়ভীতি দেখান এবং হামলার চেষ্টা করেন।
বিষয়টি সমাধানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশী বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সাংবাদিক পরিচয় দিয়ে অভিযুক্ত ফরিদুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন সরকারি জায়গায় শুধু আমার ঘরই না আরো অনেকের ঘর আছে। রাস্তা দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমরা এখনই ঘরের পালা সরিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ছাইকোলা ইউনিয়ন পরিষদের নায়েবকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, “যদি প্রমাণিত হয় এটি সরকারি রাস্তা, তাহলে অবশ্যই রাস্তা দখলমুক্ত করা হবে।”
এদিকে ছাইকোলা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অভিযুক্তদের সরকারি রাস্তা থেকে খড়ের পালাসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তারা সেগুলো সরিয়ে নেবে বলে আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ফরিদুল ইসলাম সরকারি খাস জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করছেন। বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সরেজমিনে তদন্ত করে সরকারি রাস্তা দখলমুক্ত করা এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির উদ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট এলাকায় ইসলামী ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ সংলগ্ন দশমীপড়া...
নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিন চালিত বোটসহ ...
ঝিনাইদহ প্রতিনিধি : শ্রমিক সংকট কাটাতে কনকনে শীত আর কুয়াশাকে উপেক্ষা করে...

মন্তব্য (০)