• সমগ্র বাংলা

কালীগঞ্জে ওলামা–মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত, ঐক্যের আহ্বান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দ্বীনি শিক্ষা, সামাজিক নৈতিকতা ও ধর্মীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে সরকারি কালীগঞ্জ শ্রমিক মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক, ইমাম-খতিব, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা যাকারিয়া হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। 

তিনি বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে ন্যায়, মানবিকতা ও শান্তির পথে পরিচালিত করে। সমাজে কুসংস্কার, অন্যায় ও অনৈতিকতার বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার জন্য ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর–৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. খাইরুল হাসান। 

তিনি বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ধর্মীয় নেতৃত্বের সামাজিক দায়িত্ব পালনের কথা তুলে ধরেন তিনি।

উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মুফতি আলী আহসান মুজাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সেফাউল হক, কামড়া কাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফেরদৌসখান সালেহী এবং কাজী আজিম উদ্দিন কলেজ জামে মসজিদের খতিব মাওলানা এস. এম. আব্দুল হান্নান বেলালী।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। বর্তমান সামাজিক অবক্ষয় দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠনকে একযোগে কাজ করতে হবে। মাদক, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে ধর্মীয় নেতাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

মাদারগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারানো মাহিন্দ্র ট্রাক্ট...

image

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, সেই হাসপাতালে ভ্রাম্যমাণ আদ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

‎উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চা...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনু...

image

ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার, জরিমানা আদায় ৫০হাজার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল ...

image

বাহিরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে: পররা...

নীলফামারী প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ...

  • company_logo